এক পশলা বৃষ্টিতেই ডুবে গেল ভুবনেশ্বরনগর, চরম দুর্ভোগে ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা
বরাক তরঙ্গ, ১৬ মে : এক পশলা বৃষ্টিতে জলমগ্ন ভুবনেশ্বরনগর জিপির একাধিক এলাকা। স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান রাস্তা—সবই জমাজলে ডুবে গেল। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল পড়ুয়া সহ তিনঘরী ও আল্টেরপারের সাধারণ মানুষ।

বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নবগঠিত ভুবনেশ্বরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃষ্টির জল নিষ্কাশনের ন্যূনতম ব্যবস্থার নেই। এলাকার হাজি রাজা মিয়া এমি স্কুল চত্বরে হাঁটু জল, কচিকাঁচা ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছতে পারছে না। শুধু তা নয় বৃষ্টির জল ঢুকে পড়েছে আশেপাশের বাড়িঘরেও।

জনগণের অভিযোগ, এই এলাকা এক সময় ছিল কাটিগড়া বিধানসভার অন্তর্গত। সেসময় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের একবারও খোঁজ পাওয়া যায়নি। ডিলিমিটেশনের পরে এই অঞ্চল বর্তমানে বড়খলা বিধানসভার অন্তর্ভুক্ত। ভুক্তভোগী জনগণ বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের কাছে কৃত্রিম সমস্যা সমাধানের দাবি জানান।
