আরজি কর ঘটনার প্রতিবাদী কর্মসূচি শিবসুন্দরী নারী শিক্ষার

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : আরজি কর ঘটনায় দোষীদের কঠোর শাস্তির  দাবিতে সরব হলেন শিলচর শিব সুন্দরী নারী শিক্ষা আশ্রমের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীরা। সোমবার শিব সুন্দরী নারী শিক্ষা আশ্রমের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য কর্মীরা প্রতিবাদী কর্মসূচি হাতে নিয়ে আরজি কর ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানানো হয়।

ফেডারেশন অফ অবস্টেটিকস এন্ড গাইনোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার কাছাড় শাখার সহ-সভানেত্রী ডাঃ শর্মিষ্ঠা ভট্টাচার্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নির্ভয়ার পর অভয়া এরকম আর যেন কোন মহিলাকে এমন ধরনের ঘটনা স্বীকার হতে না হয়। শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর কোন জায়গায় আর যেন কোন মহিলার এমন দুর্ভাগ্য না হয়। ঘটনার দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করে ভট্টাচার্য বলেন, আর যেন কোন মহিলাকে নিরাপত্তার অভাবে ভুগতে না হয়। এই জঘন্য কাণ্ডের দোষীদের উপযুক্ত শাস্তি হবে আশাবাদী তিনি। এমন ঘটনার প্রতিরোধ গড়ে তুলতে  মেয়েদের স্বাবলম্বী এবং আত্মরক্ষার বিষয়ে জোর দিয়ে তিনি অভিভাবকদের এ ব্যাপারে বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানান।

আরজি কর ঘটনার প্রতিবাদী কর্মসূচি শিবসুন্দরী নারী শিক্ষার

এছাড়াও ডাঃ ভট্টাচার্য প্রশাসনের কাছে অনুরোধ রাখেন এমন কোন ফোন নাম্বার কিংবা অ্যাপ তৈরি করা হয় যাতে মহিলারা বিপদে পড়লেই এর ব্যবহার করতে পারবেন। এদিনের প্রতিবাদী কর্মসূচিতে এছাড়াও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ড. বিজয়লক্ষী দাস ড:দেবাঞ্জনা দত্ত মজুমদার, ড. সুচিতা কোচার, ডাঃ অরিজিৎ কুমার পাল ড. পুলক মালাকার ডাঃ টিএস আপি, শিব সুন্দরী নারী শিক্ষা আশ্রমের প্রশাসনিক কর্মকর্তা পুলক দাস প্রমুখ।

আরজি কর ঘটনার প্রতিবাদী কর্মসূচি শিবসুন্দরী নারী শিক্ষার
আরজি কর ঘটনার প্রতিবাদী কর্মসূচি শিবসুন্দরী নারী শিক্ষার

Author

Spread the News