শ্রীভূমিতে আধ্যাত্মিক মহোৎসব ১৯ জানুয়ারি শিবনাথজি মহারাজের ধর্মসভা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : শ্রীভূমির ধর্মপ্রাণ মানুষের জন্য এক ঐতিহাসিক ও পরম আনন্দঘন মুহূর্ত আসন্ন। যোগগুরু, ওড়িশা কেয়ারব্যাঙ্ক মঠের অধ্যক্ষ, সিদ্ধ সাধক ও বিভিন্ন শাস্ত্রে সুপণ্ডিত শ্রীশ্রী শিবনাথজি মহারাজ আগামী ১৯ জানুয়ারি, সোমবার শ্রীভূমিতে পদার্পণ করতে চলেছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে ধর্মীয় আবহ ও উৎসবের আমেজ তৈরি হয়েছে। এই উপলক্ষে শ্রীভূমির রেল কলোনির দুর্গাপল্লিতে, ব্রাইট স্টার ক্লাবের সন্নিকটে, বিশিষ্ট সমাজসেবী ও ধর্মানুরাগী দীপককুমার নাথের বাসভবনে এক মহতী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোরের শুভলগ্নে গৈরিক পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর গোরক্ষনাথ প্রভুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শুরু হবে দিনের মূল ধর্মীয় কার্যক্রম।দিনব্যাপী এই অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে রয়েছে মহা রুদ্রযজ্ঞ,শৈব মন্ত্রে দীক্ষা দান, উপনয়ন সংস্কার এবং এক বিশাল ধর্মসভা।

ধর্মসভার প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন স্বয়ং শ্রীশ্রী শিবনাথজি মহারাজ, যিনি তাঁর অমূল্য বাণী ও শাস্ত্রজ্ঞান দিয়ে ভক্তদের আধ্যাত্মিক দিশা দেখাবেন। ধর্মসভার পরিচালনার দায়িত্বে থাকবেন প্রাক্তন বিধায়ক ও নাথ মিশনের চেয়ারম্যান প্রণবকুমার নাথ।অনুষ্ঠান প্রসঙ্গে আয়োজক দীপক কুমার নাথ শ্রীভূমি সহ আশপাশের এলাকার সমস্ত ধর্মপ্রাণ ভক্ত ও সাধকবৃন্দকে সপরিবারে উপস্থিত থেকে যজ্ঞে অংশগ্রহণ করে আশীর্বাদ গ্রহণের জন্য আন্তরিক আবেদন জানিয়েছেন। পাশাপাশি অনুষ্ঠানের শেষে মহাপ্রসাদ গ্রহণের জন্যও সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।শিবনাথজি মহারাজের এই আগমন শ্রীভূমির ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই মনে করছেন ভক্ত ও আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *