বরাকবার্তার ক্রিকেটে চ্যাম্পিয়ন শিবদুর্গা

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : হিন্দি সংবাদ চ্যানেল বরাকবার্তার ২৫ বছর উপলক্ষে আয়োজিত মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের শিরোপা পেল শিবদুর্গা। রবিবার এসএম দেব স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে তারা হারায় বার্তালিপি ব্রিগেডকে। ৫১ রানে ম্যাচ জেতে তারা।

বৃষ্টির জন্য খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। টসে জিতে প্রথমে শিবদুর্গাকে ব্যাটিংয়ে পাঠায় বার্তালিপি ব্রিগেড। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে শুরুটা ভালো হয়নি শিবদুর্গার। ওপেনার শিবাশিস ভট্টাচার্য (৩) শুরুতেই ফেরেন। অপর ওপেনার সুব্রত দাস (৪৫) এবং অধিনায়ক অমলাভ দাস (২২) দলকে টানেন। দুজনের পার্টনারশিপে বড় স্কোরের আশা জেগে উঠে শিবদুর্গার। শেষদিকে রাহুল দাস (২৬) চালিয়ে খেললে শিবদুর্গা নির্ধারিত ১৫ ওভারে চার উইকেটে ১১৬ রান করেন। একটি করে উইকেট পান গনেশ নন্দী, মুন্না রায় এবং পিন্টু শুক্লবৈদ্য। জবাবে খেলতে নেমে শিবদুর্গার দারুণ বোলিংয়ে চাপের মুখ থেকে বেরিয়ে আসতে পারেনি বার্তালিপি ব্রিগেড। পাঁচ উইকেটে ৬৫ রানই করতে পারে বার্তালিপি ব্রিগেড। তাদের বিশ্বনাথ হাজাম (১৬), তাপস নাথ (১২) দুতাঙ্কের রান পেলেও

বরাকবার্তার ক্রিকেটে চ্যাম্পিয়ন শিবদুর্গা

দ্রুত রান তুলতে পারেননি। ফলস্বরূপ জয় অধরা থেকে যায় তাদের।

ম্যাচ শেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বরাক বার্তার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় রেহান জামিল মজুমদার, নিলয় পাল, রাম বেহেরা, লালনপ্রসাদ গোয়ালা, উত্তমকুমার সাহা, সঞ্জয় রায়, সুজয় নাথ। সেমিফাইনাল এবং ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান গণেশ নন্দী, রাহুল দাস, সুব্রত দাস। আসরের সেরা বোলার এবং ব্যাটসম্যান হন রাহুল দাস এবং সুব্রত দাস। শেষে বিজয়ী এবং রানার্সদের হাতে প্রাইজমানি সহ ট্রফি তুলে দেন অতিথিরা।

Author

Spread the News