শিলকুড়ি-শিলডুবি এলাকা থেকে দুই কোটি টাকার হেরোইন সহ আটক ২

শিলকুড়ি-শিলডুবি এলাকা থেকে দুই কোটি টাকার হেরোইন সহ আটক ২

বরাক তরঙ্গ, ১ মার্চ : কাছাড় পুলিশে মাদক বিরোধী অভিযান অব্যাহত। এক অভিযানে আটক করা হল দুই কোটি টাকার হেরোইন সহ দুই  পাচারকারীকে। শনিবার সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের পুলিশসুপার নুমাল মাহাতো জানান, শুক্রবার রাতে কাছাড় পুলিশ মাদক বিরোধী অভিযানে নেমে কাছাড় জেলার শিলকুড়ি-শিলডুবি এলাকায় এস ১১সি সি ৪৬৯৭ নম্বরের একটি পিকআপ ভ্যান গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ৩৫টি সাবানের কেস থেকে ৪১৫ গ্রাম হেরোইন ও নগদ ২ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ।

সঙ্গে দু’জন মাদক পাচারকারীকে আটক করা হয় বলে জানান পুলিশ সুপার। পাচারকারী দুইজনের নাম হল আনোয়ার হোসেন লস্কর ও রিপন আহমেদ লস্কর। পুলিশ সুপার জানান জব্দকৃত হেরোইনের বাজার মূল্য দুই কোটি বিশ লক্ষ টাকা।

শিলকুড়ি-শিলডুবি এলাকা থেকে দুই কোটি টাকার হেরোইন সহ আটক ২
Spread the News
error: Content is protected !!