কৌশিকের প্রচেষ্টায় ও রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীর নেতৃত্বে শিলঘাট বরাক সেতু হবে : আশাবাদী ডিমান্ড কমিটি

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : লক্ষীপুর বিধানসভা এলাকার রূপাইবালি শিলঘাট ফেরিঘাটে বরাক নদীর উপর সেতু নির্মাণের দাবিতে দীর্ঘদিন থেকে সরব ভূমিকা পালন করে যাচ্ছে শিলঘাট বরাক ব্রিজ ডিমান্ড কমিটি। ডিমান্ড কমিটির মুখ্য আহ্বায়ক হানিফ আলম মজুমদারের নেতৃত্বে বিগত কয়েক বছর থেকে শিলঘাট ফেরিঘাটে বরাক নদীর উপর সেতু নির্মাণের দাবি করা হচ্ছে। এছাড়াও মওলানা আহমদ সায়িদ গোবিন্দপুরি এই সেতু নির্মাণের দাবিতে একেবারে সক্রিয় রয়েছেন। ডিমান্ড কমিটির মূখ্য আহ্বায়ক হানিফ আলম মজুমদার দফায় দফায় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি, রাজ‍্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, রাজ‍্যের পূর্ত বিভাগের মন্ত্রী, স্থানীয় বিধায়ক সহ বিভাগীয় আধিকারিকদের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

লক্ষীপুরের বর্তমান বিধায়ক কৌশিক রাইয়ের প্রচেষ্টায় শিলঘাট ফেরিঘাটে সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ পর্যন্ত হয়েছে। লক্ষীপুরের পূর্ত বিভাগের কার্যালয় থেকে সেতু নির্মাণের এস্টিমেট পর্যন্ত পাঠানো হয়েছে। এবার আগামী ৭ সেপ্টেম্বর কাছাড় জেলায় নবনির্মিত তিনটি সেতু উদ্বোধন করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে আসছেন। মূখ‍্যমন্ত্রীর আগমন উপলক্ষে শিলঘাট বরাক ব্রিজ ডিমান্ড কমিটির পক্ষে হানিফ আলম মজুমদার, সাদিক মোহাম্মদ লস্কর, হুমায়ুন কবির লস্কর, ফারুক আহমদ বড়লস্কর, কবীর আহমদ লস্কর শিলঘাট বরাক ব্রিজ নিয়ে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী ড হিমন্তবিশ্ব শর্মা ও লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাইয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। বর্তমান সরকারের আমলে রূপাইবালি শিলঘাট বরাক সেতু স্থাপনের উদ‍্যোগ নিতে মুখ‍্যমন্ত্রী ও লক্ষীপুরের বিধায়কের কাছে বিনম্র আবেদন রেখেছেন ডিমান্ড কমিটির কর্মকর্তাগণ।

বিগত বিধানসভা নির্বাচনের আগে এবং বিধায়ক নির্বাচিত হয়েও বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই। প্রতিশ্রুতি মত বিভাগীয় অনেকটা কাজকর্ম এগিয়ে নিতে তৎপরতা দেখিয়েছেন বিধায়ক কৌশিক রাই। বিধায়ক কৌশিকের প্রচেষ্টায় ও রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীর নেতৃত্বে শিলঘাট বরাক সেতু নির্মিত হবে বলে আশাবাদী শিলঘাট বরাক ব্রিজ ডিমান্ড কমিটির নেতৃবৃন্দ। আগামী ৭ সেপ্টেম্বর শিলঘাট বরাক ব্রিজ নিয়ে মুখ‍্যমন্ত্রীর কোন ঘোষণার অপেক্ষায় রয়েছেন বৃহত্তর এলাকার সর্বস্তরের জনগণ                             

রবিবার সংবাদ মাধ্যমে রূপাইবালি শিলঘাটে বরাক সেতু নির্মাণের দাবি তুলে ধরেন হানিফ আলম মজুমদার সহ অন‍্যান‍্যরা।

Author

Spread the News