জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার পেলেন শেরচিপের মানকিমি
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : নার্স তথা শেরচিপ আইওসি ভেং ওয়ার্ড সুপারিনটেনডেন্ট (অব.) পি এইচ মানকিমি পেলেন জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার ২০২৪। মঙ্গলবার তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী পি লালরিনপুই৷
স্বাস্থ্যমন্ত্রী তাঁর অফিসে নার্স পি এইচ মানকিমিকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তাঁকে একটি শংসাপত্র ও পুরস্কার প্রদান করেছেন।
উল্লেখ্য, এ বছর ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ডস এর জন্য ১৫ মনোনীত হন। এর মধ্যে ছিলেন পি এইচ মানকিমি।