জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার পেলেন শেরচিপের মানকিমি

বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : নার্স তথা শেরচিপ আইওসি ভেং ওয়ার্ড সুপারিনটেনডেন্ট (অব.) পি এইচ মানকিমি পেলেন জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার ২০২৪। মঙ্গলবার তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী পি লালরিনপুই৷

স্বাস্থ্যমন্ত্রী তাঁর অফিসে নার্স পি এইচ মানকিমিকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তাঁকে একটি শংসাপত্র ও পুরস্কার প্রদান করেছেন। 

উল্লেখ্য, এ বছর ন্যাশনাল ফ্লোরেন্স  নাইটিঙ্গেল অ্যাওয়ার্ডস এর জন্য ১৫ মনোনীত হন। এর মধ্যে ছিলেন পি এইচ মানকিমি।

জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার পেলেন শেরচিপের মানকিমি
জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার পেলেন শেরচিপের মানকিমি

Author

Spread the News