আন্তর্জাতিক যোগ সামিট’-এ কর্মশালা প্রতিনিধিত্ব শিলচরের শতাক্ষীর

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশনের ‘আন্তর্জাতিক যোগ সামিট’-এ কর্মশালা করাচ্ছেন শিলচরের শতাক্ষী ভট্টাচার্য। অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েট ইনস্টিটিউশন শিলচর ‘নিরাময়’ ও অ্যাসোসিয়েশনের আসাম চ্যাপ্টারের হয়ে সামিটে প্রতিনিধিত্ব করছেন তিনি। ১৮ নভেম্বর হরিদ্বারের দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ে সকালের সেশনে হবে এই কর্মশালা। বিষয় থাকছে ‘যোগ ইন ডেইলি প্র্যাকটিস ফোর স্টুডেন্টস’।

দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ে এ মাসের ১৭ থেকে ১৮ তারিখ হচ্ছে এই ‘ইন্টারন্যাশনাল যোগ সামিট’। ১৮ অক্টোবর চিঠি দিয়ে শতাক্ষী ভট্টাচার্যকে কর্মশালার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে অ্যাসোসিয়েশনের তরফে। ১৩ নভেম্বর হরিদ্বারের উদ্দেশে রওনা দিচ্ছেন তিনি।
প্রসঙ্গত, শতাক্ষী ভট্টাচার্য শিলচর নিরাময় স্কুল অব যোগ এডুকেশন-এর ডিরেক্টর পদে রয়েছেন। তিনি শিলচর মহর্ষি বিদ্যা মন্দিরের শিক্ষিকা ও আর্ট অব লিভিং টিচার। যোগ এডুকেশনের প্রচার-প্রসারে নিয়ত কাজ করে যাচ্ছেন শতাক্ষী।

Author

Spread the News