অরুণাচলে শস্ত্রপুজো প্রতিরক্ষামন্ত্রীর
২৪ অক্টোবর : অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে শস্ত্রপুজো করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার তিনি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লাগোয়া এলাকাগুলি পরিদর্শন করেন। সেখানে সেনা জওয়ানদের কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী। অদম্য মনোভাব, সাহসের জন্য জওয়ানদের প্রশংসার পাশাপাশি তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। সেনাদের সঙ্গে দশেরা উদযাপন করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “দশেরা অশুভর বিরুদ্ধে শুভর জয়ের বার্তা দেয়।”
এদিন অরুণাচলে রাজনাথ সিং বলেছেন, “বর্তমান পরিস্থিতিতে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করা ছাড়া আর কোনও বিকল্প নেই। দেশকে সামরিক দিক থেকে শক্তিশালী করতে সরকার সমস্তরকম চেষ্টা করছে।” সেই সঙ্গে ভারত যে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে, সেটাও মনে করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর সংযোজন, “২০১৪ সালে রপ্তানির মূল্য ছিল প্রায় ১০০০ কোটি টাকা, কিন্তু আজ আমরা হাজার হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছি।” খবর : উত্তরবঙ্গ।