স্থগিতাদেশ জমিতে পুজো, অভিযোগ খণ্ডন শঙ্কর রায়ের

বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও অন্যের জমির ওপর দুর্গাপূজা আয়োজনের অভিযোগ কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে উধারবন্দে। এক্ষেত্রে নাম জড়িয়েছে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব শঙ্কর রায়ের। তবে এই অভিযোগ সর্বৈব মিথ্যা ও ভিত্তিহীন বলে খণ্ডন করলেন কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির উপদেষ্টা শঙ্কর রায়। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, শিলচরের বিশ্বদীপ ঘোষ ও তাঁর পরিবারের লোকেরা সম্পূর্ণ পরিকল্পিতভাবেই তাঁকে বিতর্কে জড়িয়েছেন। আসল বিষয় হচ্ছে, জমি নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় তা নিষ্পত্তিতে সহযোগিতা চেয়ে বছর খানেক আগে তাঁর কাছে আসেন বিশ্বদীপরা। তিনি এনিয়ে কথা বলেন উধারবন্দ হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির কর্মকর্তাদের সঙ্গে। জমি সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টাও চালান।

তাঁর ভূমিকা ছিল মধ্যস্থতাকারীর। এর বেশি কিছু নয়। এরপর অবশ্য এ ব্যাপারে বিশ্বদীপ ঘোষ ও তাঁর পরিবারের লোকেরা আর তাঁর
সঙ্গে কোনও যোগাযোগ করেননি বলে জানান শঙ্করবাবু। কিন্তু সম্প্রতি উধারবন্দ হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির জমি বিতর্কে তাঁর নাম জড়িয়ে সংবাদমাধ্যমে যে অভিযোগ করা হয়েছে, তাতে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। পাশাপাশি তাঁকে জমির দালাল বলেও আখ্যায়িত করেছেন বিশ্বদীপ ঘোষ ও তাঁর পরিবার। এর পাল্টা জবাব দিতে গিয়ে তিনি তা প্রমাণের জন্য ৭২ ঘণ্টার সময়সীমা বেধে দেন। অন্যথায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলেও জানিয়ে রাখেন।

স্থগিতাদেশ জমিতে পুজো, অভিযোগ খণ্ডন শঙ্কর রায়ের
স্থগিতাদেশ জমিতে পুজো, অভিযোগ খণ্ডন শঙ্কর রায়ের

Author

Spread the News