শম্ভু খুন : বুধবার উপত্যকায জুড়ে প্রতিবাদী কার্যসূচি ভিএইচপির

বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : কর্মকুঞ্জ বিভাগের অন্তর্গত হাইলাকান্দি জেলায় অনুষ্ঠিত বজরং দলের তিন দিবসীয় প্রশিক্ষণ বর্গ সমাপ্ত করে শম্ভু কৈরী নামে এক  শিক্ষার্থী ঘরে ফেরার উদ্দেশ্যে লোহাইরপোয়া বাস স্ট্যান্ডে আনুমানিক রাত সাড়ে তিনটে পৌঁছায়। বাস স্ট্যান্ড থেকে প্রায় ৪/৫ মিনিট হাঁটার পর হঠাৎ পিছন থেকে সেলিম উদ্দিন নাম এক মুসলিম দুষ্কৃতি তাকে সবজি কাটার দা দিয়ে মাথায় সজোরে কোপ বসানোর সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। পরদিন দুই মুসলিম দুষ্কৃতকারীরা ঐ এলাকায় বসবাসকারী হিন্দুদের অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি হবে বলেও হুমকি দেয়। এমতাবস্থায় ওই এলাকার হিন্দুরা আতঙ্কিত অবস্থায় দিন যাপন করছেন।

বিশ্ব হিন্দু পরিষদ মনে করে, এই ঘটনা কোন বিচ্ছিন্ন নয়, সমস্ত ভারতবর্ষে জুড়ে মুসলিম জেহাদিরা কার্যকলাপ চালাচ্ছে। কর্নাটকে এক বছর পূর্বে শিবমোগা জেলায় অনুরূপভাবে ২৬ বছরের হর্ষ নামে একজন বজরঙ্গি ভাইকেও ইসলামি জঙ্গিরা হত্যা করেছে। ঠিক তেমনিভাবে উত্তরপ্রদেশে বজরং দলের একজন সক্রিয় সদস্য  কমলেশ তিওয়ারিকেও হত্যা করেছে। গত ২০২১ সালের জুলাই মাসে রাজস্থানের অন্তর্গত উদয়পুর জেলায় কানাইয়া লাল কুমারকে ইসলামিক সন্ত্রাসবাদীরা ঠিক একই  ভাবে খুন করেছে। তাদের স্লোগান ছিল “সর তান সে যোদা”। এর অর্থ হচ্ছে মাথাকে শরীর থেকে আলাদা করে দাও। এই শ্লোগানকে শিরোধার্য করে ইসলামি সন্ত্রাসবাদীরা সমগ্র ভারতবর্ষে জুড়ে হিন্দু জাতীয়তাবাদী সংগঠনের উপর উপর আক্রমণ করছে। তারই অঙ্গ হিসাবে বজরঙ্গি ভাই শম্ভু কৈরীকে মাথায় আঘাত করে নৃশংস ভাবে হত্যা করেছে। এই শ্লোগানকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বিভিন্ন মুসলিম মৌলবাদীরা আজ অসম তথা বরাক উপত্যকায় ও হিন্দু জাতীয়তাবাদী দলের উপর আক্রমণ করছে। শম্ভু কৈরীর এই নৃশংস হত্যাকাণ্ড সেটাই প্রমাণ করছে। তাই বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, দুর্গা বাহিনী ও মাতৃ শক্তি সহ বিভিন্ন হিন্দু জাতীয়তাবাদী সংগঠন গুলো এই বর্বরতা এবং নৃশংস হত্যা কাণ্ডের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছে।
   

বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন আয়াম সহ অন্যান্য জাতীয়তাবাদী হিন্দু সংগঠনগুলি আগামীকাল অর্থাৎ ১১ জানুয়ারি বেলা এক টায় বরাক উপত্যকায় বিভিন্ন জেলার প্রমুখ স্থানে জেহাদিদের এই জঘন্যতম কার্যকলাপের বিরুদ্ধে এক প্রতিবাদী কার্যসুচী গ্রহণ করেছে।
তাই বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সকল হিন্দু জাতীয়তাবাদী দলগুলিকে আগামীকাল উক্ত প্রতিবাদী কার্যসূচিতে যোগদান করার জন্য আহ্বান জানান বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সম্পাদক স্বপন শুক্লবৈদ্য।

Author

Spread the News