শহিদ কুশল কোঁওরের আত্মবলিদান দিবস পালন শিলচরে

বরাক তরঙ্গ, ১৫ জুন : ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর শহিদ কুশল কোঁওরের আত্মবলিদান দিবস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করে ছাত্র সংগঠন এআইডিএসও এবং যুব সংগঠন এআইডিওয়াইও’র কাছাড় জেলা কমিটি।

রবিবার সকাল ৮ টায় শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বীর শহিদ কুশল কোঁওরের অস্থায়ী প্রতিকৃতি স্থাপন করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে যুব সংগঠন এআইডিওয়াইও’র  কাছাড় জেলা কমিটির সম্পাদক পরিতোষ ভট্টাচার্য, জেলা কমিটির সদস্য প্রেমানন্দ দাস, ছাত্র সংগঠন এআইডিএসও’র জেলা কমিটির সহ-সভাপতি আপন লাল দাস, জেলা কমিটির অন্যতম সদস্য তুতন দাস সহ উপস্থিত সংগঠনগুলোর কর্মকর্তারা। বিকাল ৪ টায় শিলচরের পেনশনার্স ভবনে  সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে এআইডিএসও’র সঙ্গীতগোষ্ঠী, সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা দে।

শহিদ কুশল কোঁওরের আত্মবলিদান দিবস পালন শিলচরে

এআইডিএসও’র জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্যর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এআইডিওয়াইও’র অসম রাজ্যে কমিটির অফিস সম্পাদক বিজিৎকুমার সিনহা। তিনি বলেন, কুশল কোঁওর সহ স্বাধীনতা সংগ্রামীদের জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আজকের ছাত্র -যুবকদের জনজীবনের জ্বলন্ত সমস্যার সমাধানের দাবিতে আন্দোলন গড়ে তুলতে হবে উন্নত নীতি-নৈতিকতার ভিত্তিতে।

Spread the News
error: Content is protected !!