গৌহাটি বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে দু’পক্ষের সংঘর্ষ, আহত একাধিক ছাত্র

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য গৌহাটি বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস ইউনিয়ন নির্বাচনের পরে ছাত্রদের মধ্যে একটি সহিংস সংঘর্ষ শুরু হয়। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছিল, তাতে মাধব বেজবড়ুয়া বয়েজ হোস্টেল (আরসিসি-১) এবং গোপীনাথ বরদলৈ বয়েজ হোস্টেল (আরসিসি-২) এর ছাত্ররা জড়িত ছিল বলে জানা গেছে, নির্বাচনী ফলাফল নিয়ে বিতর্কের জের ধরে এই সংঘর্ষ হয়েছে।

জানা যায়, ছাত্ররা পাথর ও মদের বোতল নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতদের গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্রম হাজারিকা নামে এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক।

গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র রাজ্য স্তরের মিডিয়াকে জানিয়েছে যে নির্বাচনের ফলাফল ঘোষণার পরে পরিস্থিতি ঠিক ছিল যদিও ভোর রাতে অর্থাৎ তিনটে নাগাদ আরসিসি-১ এবং আরসিসি-২ ছাত্রদের মধ্যে সংঘাত শুরু। বিশ্ববিদ্যালয়ের চত্বর উত্তপ্ত হয়ে উঠে।

অভিযোগ মতে, আরসিসি-১-এর ছাত্ররা প্রথমে আরসিসি-২ এতে হামলা চালায়। তবে সঠিক তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে। আহত সাত শিক্ষার্থী এখনও জিএমসিএইচে চিকিৎসাধীন।

উল্লেখ্য, শুক্রবার ছাত্র ইউনিয়ন নির্বাচনে এবিভিপি-র মানস প্রতিম কলিতা সভাপতি পদে এবং অসম ছাত্র পরিষদ সমর্থিত প্রার্থী কৌশিক বরুয়া সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন।

এ ছাড়া সহ-সভাপতি ও সহ-সাধারণ সম্পাদকসহ ছয়টি পদ জয়লাভ করে আসু সমর্থিত প্রার্থী। সহ-সভাপতি পদে উদীপ্ত বায়ন, সহ-সাধারণ সম্পাদক পদে নৈমিশা শইকিয়া, সাহিত্য সম্পাদক প্রাণজিৎ কোচ এবং সাংস্কৃতিক সম্পাদক পদে বন্দিতা ডেকা নির্বাচিত হন।

গৌহাটি বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে দু'পক্ষের সংঘর্ষ, আহত একাধিক ছাত্র
গৌহাটি বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে দু'পক্ষের সংঘর্ষ, আহত একাধিক ছাত্র

Author

Spread the News