পুরানো বিবাদের জেরে দুই পরিবারের মারপিটে উত্তপ্ত রাধাপ্যারী বাজার, আহত একাধিক
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : পুরনো বিবাদের জেরে দু’টি পরিবারের মারপিটের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বাজারিছড়া থানা অধীন ডেঙ্গারবন্দ জিপির রাধাপ্যারী বাজারে। শেষ পর্যন্ত মামলা পাল্টা মামলায় গড়ালো থানা পর্যন্ত।
জানা যায়, রাধাপ্যারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পরেন্দ্র দাসের সঙ্গে লাগোয়া লঙ্গাই নদীর পূর্ব প্রান্তের সমীরণ বর্ধনের মধ্যে গত কিছুদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা চলছে। এরইমধ্যে সম্প্রতি এই ভূমি থেকে সুপারি সহ গাছ গাছালি নাকি নিয়ে যান সমীরণের পরিবারের লোকেরা। এমন অভিযোগ পরেন্দ্র দাসের পরিবারের লোকদের। এনিয়ে পরেন্দ্র দাস প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকেরা তাকে প্রকাশ্যে অকথ্য গালাগাল সহ দেখে নেওয়ার হুমকি দেয়। বিষয়টি দিনের পর দিন ক্রমশ বেড়েই চলছিল। বুধবার বিকেলে পরেন্দ্র দাসের একমাত্র ছেলে রাজু দাস বাজারে থাকা অবস্থায় বিরোধী দলের সমীরণ বর্ধন নিজের ভাই হরিপদ বর্ধন, গুরু বর্ধন, কৃষ্ণ বর্ধন এবং ছেলে সুজন বর্ধন ও সন্দীপ বর্ধনকে সঙ্গে নিয়ে হঠাৎ করে ধারালো অস্ত্র নিয়ে অসুস্থ পরেন্দ্র দাসের স্ত্রী এবং ছেলের বউকে ঘরে একা পেয়ে প্রাণঘাতী আক্রমণ করেন বলে অভিযোগ। এতে পরেন্দ্র দাসের স্ত্রী গুরুতর জখম হন। পরে আহতদের আর্তনাদে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারী বর্ধন পরিবারের লোকেরা পিছু হটে।
এদিকে বর্ধন পরিবারের কথায় তারা বাজারে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে তাদের আক্রমন করেন দাস পরিবারের লোকেরা। এতে তাদের এক ব্যক্তি মারাত্মক আহত হন। এ কাণ্ডে স্থানীয় পুলিশ তদন্তে নামলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে ধরপাকড়ের খবর নেই।।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।