৩০ ঘণ্টার মধ্যে কয়েকবার ভূমিকম্প, সতর্কবার্তা

২৩ নভেম্বর : ছোট ছোট ভূকম্পন আরও বড় ভূমিকম্পের সতর্কবার্তা। সে হিসাবে বাংলাদেশ বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে সেটা এখন স্পষ্ট হচ্ছে। পর পর দু’দিন ভূমিকম্প হওয়া আরও বড় ভূমিকম্পের ইঙ্গিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর মধ্যে রাজধানী ঢাকা ভূমিকম্পের রেড জোনে আছে। কারণ, ভূমিকম্পের কেন্দ্রস্থল হয়ে উঠেছে ঢাকার আশপাশে। গত ২১ নভেম্বর যে ৫দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারাদেশ, তার উৎপত্তিস্থল ঢাকার অদূরে নরসিংদীতে। ভূমিকম্পের এই ঝাঁকুনি স্মরণকালের সর্বোচ্চ ছিল। ওই ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই গতকাল সকালে ঢাকার অদূরে নরসিংদীর পলাশ এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।

এরপর সন্ধ্যায় আবার কিছুক্ষণের মধ্যে ২বার ভূমিকম্প অনুভূত হয়। এর প্রথমটি ৩ দশমিক ৭ মাত্রা এবং সামান্য সময় পরে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প ছিল। এর উৎপত্তিস্থল রাজধানীর গুলশানের বাড্ডা এলাকায়। এর আগে যে সব ভূমিকম্প অনুভূত হয়েছে তাদের উৎপত্তিস্থল সবই ছিল বাংলাদেশের বাইরে প্রতিবেশী কোন দেশে। তবে এবারই বাংলাদেশের মধ্যাঞ্চল অর্থাৎ রাজধানীর আশপাশে ভূমিকম্পের উৎপত্তি স্থল। এটা রাজধানীর জন্য বড় বিপদ সংকেত বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের প্রফেসর ড.মেহেদি আহমেদ আনসারী বলেন, ৩০ ঘণ্টার মধ্যে কয়েকবার ভূমিকম্প এটা বড় ভূমিকম্পের সতর্কবার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *