কাটিগড়ায় বেশ কয়েকজন বাংলাদেশি আটক, বাজেয়াপ্ত পাঁচটি অটো
বরাক তরঙ্গ, ২৮ মে : কাটিগড়া থেকে বাংলাদেশের নাগরিককে আটক করল পুলিশ। কাটিগড়ার জালালপুর অঞ্চলে মঙ্গলবার রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে পাঁচটি অটো আটক করে তল্লাশি চালান স্থানীয় জনগণ। পাঁচটি অটোতে প্রায় ৩৫ জন বাংলাদেশি ধরা পড়েন তাদের মধ্যে পুরুষ মহিলা ও শিশুরাও রয়েছে। এদের মধ্যে কয়েকজন রোহিঙ্গাও থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
জানা যায় তারা যশোর-বেনাপোল সীমান্ত পার হয়ে অবৈধভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিলেন। ভারতের দালালের সহায়তায় আধার কার্ড তৈরি করে আহমেদাবাদ গিয়েছিলেন। ফের দালালের সহায়তায় বাংলাদেশে ফিরিয়ে যেতে চেষ্টা করার সময় কাটিগড়ায় ধরা পড়ে যান।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমড়া অনুসন্ধান কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে হেফাজতে নিয়ে যায়। পাশাপাশি পাঁচটি অটো বাজেয়াপ্ত করে পুরো ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
