ভয়াবহ জঙ্গি হামলায় একসঙ্গে প্রাণ হারালেন সাতজন
২১ অক্টোবর : সাম্প্রতিককালে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার সাক্ষী থাকল জম্মু ও কাশ্মীর। সদ্য মিটেছে বিধানসভা নির্বাচন। এরপর প্রায় প্রতিদিন জঙ্গি হামলার ঘটনাও ঘটছে। শনিবার রাতে ভয়াবহ জঙ্গি হামলায় একসঙ্গে প্রাণ হারালেন সাতজন। মৃতদের মধ্যে একজন চিকিৎসক এবং বাকি ছয়জন নির্মীয়মান টানেলের পরিযায়ী শ্রমিক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার রাত ৮টা ১৫ মিনিট নাগাদ হামলার ঘটনাটি ঘটেছে কাশ্মীরের গান্দেরবল জেলায়। বেসরকারি এক সংস্থার ক্যাম্পে ছিলেন কয়েকজন পরিযায়ী শ্রমিক ও একজন চিকিৎসক। সেই ক্যাম্পেই আচমকা হামলা চালায় দুইজন জঙ্গি। এলোপাথাড়ি গুলিতে প্রাণ যায় সাতজনের। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। মৃতেরা হলেন, বুদগামের চিকিৎসক শাহনাওয়াজ, পাঞ্জাবের গুরুদাসপুরের গুরমিত সিং (৩০), বিহারের ইন্দর যাদব (৩৫), কাঠুয়ার জগতার সিং (৩০), মোহন লাল (৩০), কাশ্মীরের ফয়জ আহমেদ লোন(২৬) ও জাহুর আহমেদ লোন।
পুলিশ জানিয়েছে, পরিযায়ী শ্রমিকরা একটি টানেল তৈরির কাজে যুক্ত ছিলেন। সাড়ে ৬ কিমি দীর্ঘ টানেলটি সোনমার্গ ও গান্দেরবলের গগনগীরের মধ্যে সংযোগ স্থাপন করবে। টানেল তৈরির কাজে যারা যুক্ত ছিলেন, তাঁরাই ওই ক্যাম্পে ছিলেন। হামলার পর ঘটনাস্থলে মোতায়েন পুলিশ বাহিনী ও সেনাবাহিনী। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। জঙ্গি হামলায় সাতজনের মৃত্যুর পর ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
খবর : আজকাল ডট ইন।