অটো-ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সাতজন

১৯ সেপ্টেম্বর : ভয়ঙ্কর পথ দুর্ঘটনা মধ্য প্রদেশে। অটো ও ট্রাকের সজোরে সংঘর্ষ। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন। মৃতরা সকলেই এক পরিবারের সদস্য। মৃতদের মধ্যে একজন শিশুও রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের জবলপুর জেলায়। লুঞ্জি গ্রামের কাছে সেহোর- মাঝগাঁও সড়কের মাঝে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া গতির ট্রাকটি প্রথমে যাত্রী বোঝাই অটোতে সজোরে ধাক্কা মারে। এরপর যাত্রী সহ অটোটিকে ১০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায়। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে অটোর উপরেই।

অটোর যাত্রীদের আর্তনাদ শুনেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা থানায় দ্রুত খবর পাঠান। ঘটনাস্থলে পৌঁছে অটোর উপর থেকে ট্রাকটি সরিয়ে, যাত্রীদের উদ্ধার করতে শুরু করে পুলিশ। গুরুতর আহত অবস্থায় সকল যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন বছরের এক শিশু সহ সাতজনকে মৃত বলে ঘোষণা করে পুলিশ। বাকি ১১ জন এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর একটি মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। ট্রাক চালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। মৃতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি। আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

অটো-ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সাতজন
অটো-ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সাতজন

Author

Spread the News