দর্শকের ভিড়ে রেসিং কার, মৃত্যু সাত জনের

২২ এপ্রিল : শ্রীলঙ্কায় রেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা। মোটর রেস দেখতে গিয়ে গাড়ির ধাক্কায় একের পর এক দর্শকের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২১ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১৮০ কিলোমিটার দূরে সেনার অধীনে থাকা ফক্স হিল সার্কিটে। পুলিশ জানিয়েছে, মোটর রেসের মাঠে এক চালক ভিড়ের মধ্যে তীব্র গতিতে গাড়ি চালিয়ে দেয়। তাতেই এই দুর্ঘটনা। এলাকাটি শ্রীলঙ্কার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকে। সেনাবাহিনীর তরফেই গাড়ির প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছিল। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ওই দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।

শ্রীলঙ্কার সেনা সূত্রের খবর, ঘটনাস্থল থেকে মোট ২৭ জনকে গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে শ্রীলঙ্কার সেনাপ্রধান ভিকুম লিয়াঙ্গে জানান, মোটর স্পোর্টসকে জনপ্রিয় করতে বিনামূল্যে দর্শকদের ফক্স হিল সার্কিটে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, করোনা মহামারি ও শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের কারণে গত ৫ বছরে প্রথম এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রায় ১০ হাজার দর্শক এসেছিলেন। সেখানেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়।

Author

Spread the News