জেলা ভভিনাম ও কালারিপাট্টু মার্শাল আর্টে সাতটি পদক বনতারাপুরের

বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : শিলচরে অনুষ্ঠিত জেলা তৃতীয় ভভিনাম ও কালারিপাট্টু মার্শাল আর্ট প্রতিযোগিতায় সাতটি পদক লাভ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউ অব টাইকোয়াণ্ডু আমড়াঘাটের  বনতারাপুর শাখার প্রতিযোগিরা। তারা দু’টি ইভেন্টে মোট সাতটি পদক লাভ করেছেন। তার মধ্যে ভভিনাম ইভেন্টে দু’টি স্বর্ণ ও দুটি রৌপ্য পদক লাভ করেন প্রতিযোগী ওয়াই মেঞ্জর সিংহ, পিএইচ নীহার সিংহ, জীবন সিংহ, সানামনি সিংহ। এছাড়া কালারিপাট্টু ইভেন্টে দু’টি স্বর্ণ ও একটি রৌপ্য পদক লাভ করেন ওয়াই মেঞ্জর সিংহ সানামনি সিংহ ও পিএইচ নীহার সিংহ। বুধবার বনতারাপুর অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রতিযোগীরা মার্শাল আর্টের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিষয়টি তোলে ধরেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টাইকোয়াণ্ডু আমড়াঘাটের প্রশিক্ষক গোবিন্দ দেব। তিনি বলেন, শাখার প্রতিযোগিরা বিভিন্ন স্থানে প্রতিযোগিতায় গিয়ে বিভিন্ন সময় পদক লাভ করেছেন। কিন্তু সংস্থা আজও কোন সরকারি সহায়তা লাভ করেন। তিনি এনিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News