সাত বাংলাদেশি নাগরিক আটক আগরতলা রেলস্টেশনে

সাত বাংলাদেশি নাগরিক আটক আগরতলা রেলস্টেশনে

বরাক তরঙ্গ, ২৩ মার্চ : ফের ত্রিপুরায় বাংলাদেশি নাগরিক আটক।আগরতলা রেলস্টেশন থেকে সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানদের কঠোর নজরদারি চালানো সত্বেও কী ভাবে  অনুপ্রবেশের ঘটে এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

শনিবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে আগরতলা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার চেষ্টা করেছিল সাতজন বাংলাদেশি। তাদের মধ্যে দুজন মহিলার ছদ্মবেশে রওয়ানা হয়েছিল। কিন্তু পুলিশের নিয়মিত তল্লাশির সময় তাদের দেখে সন্দেহ হয়। তারপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা সীমান্ত ডিঙিয়ে এদিন ত্রিপুরায় প্রবেশ করেছে।

তাদের সঙ্গে একটি ১০ মাসের একটি শিশু সন্তানও রয়েছে। ধৃতদের নাম ইয়াসিন হাওলাদার (৪৪), মোহাম্মদ হোসেন (২০), শুকুর আলি হাওলাদার (১৯), ফারজেনা আক্তার (২০), রুমি বেগম (২১) এবং নয়ন হোসেন (২৫)। তাদের আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। উল্লেখ্য, শুক্রবার আরও দুজন আটক হয়েছিল।

Author

Spread the News