সোনাপুরের হাতিমূড়ায় চোর সন্দেহে পিটিয়ে খুন, আটক সাত

বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : সোনাপুরের হাতিমূড়া এলাকায় এক ভয়ঙ্কর ও হৃদয়বিদারক ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরির সন্দেহে এক ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির পরিচয় তেজপুরের বাসিন্দা ফরজুল আলম হিসেবে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুরির অভিযোগ তুলে কয়েকজন ব্যক্তি ফরজুল আলমকে আটক করে মারধর করে। মারধরের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তিনি গুরুতরভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করা হলেও তার আগেই মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার পর গোটা এলাকা জুড়ে উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ এখন পর্যন্ত মোট সাতজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন সিপাঝারের মুস্তাফিজুর হক, মায়ং বরদলনির চিত্র দাস, মার্ঘেরিটার রাম সোনার, শিবসাগরের গৌরীসাগরের সুশীল নাথ, টিহুর স্টায়জিৎ হালৈ, বাক্সার রঞ্জিত ব্রহ্ম এবং মায়ংয়ের মানব রায়।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কীভাবে ও কোন পরিস্থিতিতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। চুরির অভিযোগ সত্য ছিল কি না, নাকি ভুল সন্দেহের বশে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে—সেসব দিকও তদন্তের আওতায় রয়েছে।

এদিকে, আইন নিজের হাতে তুলে নেওয়ার এই ঘটনার নিন্দা করে স্থানীয় সচেতন মহল দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার তদন্ত অব্যাহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *