বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : শিবসাগর ONGC কলোনির সংলগ্ন এলাকায় সোমবার রাতেই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। বাড়ির ভেতরেই আগুন লাগিয়ে জীবন শেষ করে দেন এক মা ও তার মেয়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিজেই অগ্নি সংযোগ করে আত্মঘাতী হন রূপা বরগোঁহাই এবং তার মেয়ে উপাসনা বরগোঁহাই।
উপাসনা বরগোঁহাই একজন টেট উত্তীর্ণ শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি চারিং হাফলুটিং-এর বাসিন্দা বিদ্যুৎ নাথের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর আগেও, ২০২৪ সালের ১০ মে স্বামীর সঙ্গে থাকাকালীন আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন উপাসনা।
খবর অনুযায়ী, এ ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকেই উপাসনা মায়ের বাড়িতেই থাকছিলেন।

এদিকে, পুলিশ মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। স্বামী বিদ্যুৎ নাথের বিরুদ্ধে উপাসনাকে নানাভাবে নির্যাতন করার অভিযোগও উঠেছে।
উপাসনা বরগোঁহাই ডিমৌর নিতাইপুখুরীর চুমনী মিরি পথার এলপি স্কুলে শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে, তার স্বামী বিদ্যুৎ নাথ জামিরা খবজান কছারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।
ছবি সৌজন্যে news18 assam.


