প্রবীণ নাগরিক ও সাংবাদিকদের রেল ভাড়ায় ছাড় দেওয়ার দাবি
বরাক তরঙ্গ, ১৮ জুলাই : প্রবীণ নাগরিক ও সাংবাদিকদের রেল ভাড়ায় ছাড় দেওয়ার দাবি জানিয়ে অর্থমন্ত্রী ও রেলমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করল সাহিত্য মিত্র সংস্থা। সামাজিক, সাহিত্যিক, সাংস্কৃতিক এবং জাতীয় ভাষা প্রচার সংস্থা সাহিত্য মিত্র ভারত সরকারের অর্থমন্ত্রী সীতারমনের কাছে এ দাবি জানায়। আগের মতো প্রবীণ নাগরিক এবং সাংবাদিকদের রেল ভ্রমণে ৫০ শতাংশ ছাড় দেওয়ার দাবি জানান সভাপতি মদন সিংগাল। এই বাজেটে আবার শুরু করতে দাবি তুলেন। কোভিড সময়কালে এই ছাড় বন্ধ করা হয়েছিল।
কয়েক দশক ধরে চলা এই সুবিধা ফের কার্যকর করার দাবি জানিয়ে একটি অনুলিপি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাহিত্য মিত্রের সভাপতি সাংবাদিক ও সাহিত্যিক মদন সিংগাল অতিরিক্ত জেলা প্রশাসক অন্তরা সেনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন।