রাজ্যে ফের এনকাউন্টার
বরাক তরঙ্গ, ১৮ জুলাই : রাজ্যে ফের এনকাউন্টার। ধুবড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত গোলকগঞ্জে গরুর চোরাকারবারীর আক্ৰমণ, প্ৰত্যুত্তরে পুলিশ গুলি চালায়। বৃহস্পতিবার সীমান্তের পশ্চিম গাইখোয়ায় এনকাউন্টারের ঘটনা ঘটে।
সকালে পুলিশের দল পশ্চিম গাইখোয়ায় অভিযানের সময় চোরাচালানকারীর দল পুলিশকে লক্ষ্য করে আক্রমণ করলে পুলিশ পাল্টা গুলি চালায়। গুলিতে আহত হয় গো-মাফিয়া সিরাজুল হক। সিরাজুলকে পুলিশ ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।