আত্মসহায়ক দলের সচেতনতা শিবির চন্দ্রগিরি ক্লাবে

বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : সোনাই চন্দ্রগিরি ক্লাবের নারী শাখার ব্যবস্থাপনায় জীবিকা সখি ঝরিনা বেগম লস্করের পৌরোহিত্যে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের মুখ্য উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল মতিন লস্কর। তিনি তাঁর বক্তব্যে স্বসহায়ক দলের বর্তমান অবস্থান স্পষ্ট করে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোকপাত করেন এবং তাদের সাথে প্রশ্নোত্তরে সামিল হন। এতে পরিস্কার হয়ে ওঠে সোনাই অঞ্চলের আত্মসহায়ক দলের মহিলাদের মধ্যে ব্যবসা সংক্রান্ত ধারণা যথেষ্ট কম।

আত্মসহায়ক দলের সচেতনতা শিবির চন্দ্রগিরি ক্লাবে

এ ব্যাপারে সবাই একমত হয়ে ব্যবসা সংক্রান্ত একটি সভা আগামী ২৬ নভেম্বর, ২৩ ইংরাজী করার সিদ্ধান্ত নেন। ড. মতিন সবাইকে ব্যবসা সংক্রান্ত বিষয়ে নতুন ভাবে চিন্তা করার কিছু সূত্র জানিয়ে দেন। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কণিকা দে, সুমিতা দাস, শিউলী রানী দাস, দিলারা বেগম লস্কর, রঞ্জনা বেগম লস্কর, রুমি দাস, জীবিকা সখি সীমন্তিনী দাস সহ অন্যন্যরা।সভানেত্রী ঝরিনা বেগম সবার সহযোগিতা কামনা করে বলেন,ড. মতিনের প্রস্থাবকে আমরা সার্বিকভাবে দলের মধ্যে পৌঁছে দেবার প্রয়াস হাতে নেবার জন্যে অনিরোধ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন নারী শাখার সম্মাদিকা কণিকা দে।

Author

Spread the News