বড় মসজিদ কমিটির সাঃ সম্পাদক সেবুল আহমদ চৌধুরী প্রয়াত
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : প্রয়াত হলেন শিলচর বড় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তথা শিলচর গোপালগঞ্জস্থিত উমর টেক্সটাইলস-এর স্বত্তাধিকারী আলহাজ সেবুল আহমদ চৌধুরী। বুধবার বিকেল ৩-১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। রেখে গেছেন স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ অজস্র গুণমুগ্ধ। বৃহস্পতিবার সকাল সকাল দশটায় প্রয়াত চৌধুরীর জানাজার নামাজ উমর আলি চৌধুরী লেন সন্নিকটবর্তী জেলা হজ ভবনের প্রস্তাবিত মুক্ত ময়দানে অনুষ্ঠিত হবে।