৫টি বিষয়ে লেটারসহ ৮৮ শতাংশ নম্বর পেল দুর্ঘটনায় হত রমেন, কান্নার রোল পরিবারে

বরাক তরঙ্গ, ৯ মে : ছেলের ফলাফল হাতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন মা-বাবা। ৫টি বিষয়ে লেটারসহ ৮৮ শতাংশ নম্বর পেলেও নিজের ফলাফল দেখতে পায়নি রমেন বিশ্বাস। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা হতেই শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ফলাফলে খুশি। অভিভাবকরাও তাদের সন্তানদের সাফল্যে গর্বিত। কিন্তু রমেনের ঘরের পরিবেশ আনন্দের বদলে বিষাদময়। অভিভাবকরা চোখে জল নিয়ে অপেক্ষা করছেন।

ছেলের ভালো রেজাল্ট করেও নগাঁওয়ের কাঁঠালতলির রমেন বিশ্বাসের বাবা-মা কান্নায় ভেঙে পড়েছেন। কারণ তাঁদের ছেলে রমেন বিশ্বাস তার ফলাফল জানতে পারেনি। চারদিন আগে সড়ক দুর্ঘটনায় মারা যান রমেন বিশ্বাস। তাই আজ ফল প্রকাশের পর ছেলের বাবা-মা কান্নায় ভেঙে পড়েন।

Author

Spread the News