গুয়াহাটিতে স্কুল বাসের ধাক্কায় হত স্কুটি চালক, আহত দুই শিশু
বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : স্কুল বাসের ধাক্কায় মৃত্যু ঘটল স্কুটি চালকের। শুক্রবার সকালে গুয়াহাটির রেডিসন ব্লু-র কাছে ৩৭ নম্বর জাতীয় মহাসড়কে দুর্ঘটনাটি সংঘটিত হয়। এএস ০১ এফসি ০৩০৪ নম্বরের একটি স্কুল বাসের সঙ্গে একটি স্কুটির সংঘর্ষ হয়। স্কুটির নম্বর এএস০১ ডিকিউ ৮৮৪১।
দুর্ঘটনায় স্কুটি আরোহী গুরুতর আহত হন এবং পরে তাঁকে চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) নিয়ে যাওয়া হয়। দুর্ভাগ্যবশত, চিকিৎসার সময় তিনি মারা যান। স্কুটিতে থাকা দুই শিশুও গুরুতর আহত হয়েছে এবং বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত ব্যক্তির নাম প্রফুল্ল দাস। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

