ধেমাজি থেকে নিখোঁজ পাঁচ পড়ুয়া শিলচর রেলস্টেশন থেকে উদ্ধার
আলি চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : ধেমাজি থেকে নিখোঁজ পাঁচ পড়ুয়া আইজল যাওয়ার পথে শিলচর রেলস্টেশন থেকে উদ্ধার করল কাছাড় পুলিশ। শুক্রবার শিলচর রেলস্টেশন থেকে নিখোঁজ ৫ ছাত্রকে উদ্ধার করে পুলিশ। এরপর নিয়ে আসা হয় পুলিশসুপার কার্যালয়ে।
পুলিশসুপার নুমুল মাহাতো জানান, শিলচর রেলস্টেশন থেকে উদ্ধার করা হয়েছে ধেমাজির থেকে নিখোঁজ পাঁচ ছাত্রকে। তাঁদের আইজলে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানান পুলিশসুপার। ঘরের পরিবারের লোকদের না জানিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। তাঁদের কাছে ছিল দু’টি গিটার। তাঁরা একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্র। তিনি জানান, ধেমাজি পুলিশসুপার তাঁকে জানানোর পর তিনি সব থানায় বিষয়টি জানিয়ে দেন। শুক্রবার ভোরে তিনি সদর থানার ওসিকে নিয়ে রেলস্টেশনে পৌঁছেন। এর আগে রেলপুলিশকেও অবগত করানো হয়। গোগামুখ পুলিশ স্টেশনে নিখোঁজ সংক্রান্ত এফআইআর করা হয়। পুলিশ সঞ্চালকের নির্দেশে আজ ছাত্র পাঁচজনকে প্রশাসনের নিরাপত্তার মধ্য দিয়ে গুয়াহাটি নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন পুলিশসুপার।

