অকালে প্রয়াত বিজ্ঞান শিক্ষক শ্যামেন্দ্র সিনহা, শোক

বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : অকালে প্রয়াত হলেন ভাঙ্গারপার বিক্রমপুর গোলক নাথ উচ্চতর মাধ্যমিক স্কুলের বিজ্ঞান শিক্ষক শ্যামেন্দ্র সিনহা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বৃহত্তর পশ্চিম শিলচর এলাকায়। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। রেখে গেছেন স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণমুগ্ধদের। সোমবার আচমকা হৃদরোগে আক্রান্ত হলে শ্যামেন্দ্র সিনহাকে নিয়ে যাওয়া হয় শিলচরের একটি বেসরকারি চিকিৎসালয়ে। এবং রাত সাড়ে নয়টায় নার্সিং হোমে মৃত্যু ঘটে পশ্চিম শিলচরের সবার প্রিয় শিক্ষক শ্যামেন্দ্র সিনহার।

অকালে প্রয়াত বিজ্ঞান শিক্ষক শ্যামেন্দ্র সিনহা, শোক
স্কুলে শিক্ষকের মরদেহ পৌঁছার পর কান্নার রোল।

মঙ্গলবার সকালে মরদেহ নিয়ে আসা হয় ওর শিক্ষকতা করা স্কুল ভাঙ্গারপার গোলক নাথ উচ্চতর মাধ্যমিক স্কুলে। মরদেহ স্কুলে পৌছতেই কান্নার রোল উঠে।ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান শিক্ষক সয়ীদ আহমেদ, অসিত কুমার দেব, সৌরম ভট্টাচার্য
দীপক নাথ, প্রণয় সিনহা, সুমিতা পাল সহ অনেকে। ছিলেন বিক্রমপুর হাইস্কুলের শিক্ষক মওলানা উমর আলি চৌধুরী, গোলক নাথ উচ্চতর মাধ্যমিক স্কুল পরিচালন সমিতির সভাপতি কমরুল ইসলাম বড়ভূইয়া, সদস্য আফতার উদ্দিন তালুকদার, ভাঙ্গারপার জিপি সভাপতির প্রতিনিধি আব্দুল রেজ্জাক বড়ভূইয়া। সকলেই প্রয়াত শিক্ষকের গুণাবলী তুলে ধরে অকাল মৃত্যেতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মরদেহ নিয়ে আসা হয় উত্তর কাটিগড়ার সেউতি জিপির মোহনপুরে শ্যামেন্দ্র সিনহার পৈতৃক ভিটে বাড়িতে। সেখানেই গুণগ্রাহী প্রয়াত শিক্ষককে শেষ দেখা তথা শেষ শ্রদ্ধা জানাতে উপচে পড়ে ছাত্রছাত্রী সহ লোকের ভিড়। সেখানে শোক ব্যক্ত করেন সুবল সিনহা, শিক্ষক বরুণ সিনহা, অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক পুতুল সিনহা, সমাজসেবী হরিনন্দন সিনহা সহ অনেকে।
প্রতিবেদক : ঝুমি নাথ, বড়খলা।

Author

Spread the News