দায়িত্বে অবহেলা, স্কুল পরিদর্শক জ্যোৎস্নারানিকে সাময়িক বরখাস্ত
বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : বঙ্গাইগাঁও জেলার স্কুল পরিদর্শককে দায়িত্বে অবহেলার জন্য সাসপেন্ড করেছে অসম সরকার। একটি সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, স্কুল শিক্ষা বিভাগ মাধ্যমিক শিক্ষা পরিচালকের কাছ থেকে একটি প্রতিবেদন পেয়েছে যে অভিযুক্ত স্কুল পরিদর্শক জ্যোৎস্নারানি বর্মণ অননুমোদিতভাবে সদর দফতর থেকে অনুপস্থিত ছিলেন।
তবে চর্চা রয়েছে যে রাজ্য শিক্ষা পরিষদ, অসম ক্লাস অষ্টম, নবম ও দশম শ্রেণির প্রতিভা অনুসন্ধান পরীক্ষা গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল এবং সেই অনুযায়ী বর্মনকে গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, ধুবরি, দক্ষিণ শালমারা, কোকরাঝাড় এবং চিরাং জেলাগুলিকে জোনাল সুপারভাইজার হিসাবে নিযুক্ত করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে লিখা ছিল “২৭ ডিসেম্বর মাধ্যমিক শিক্ষা পরিচালক, অসমের বিশেষ দূতের মাধ্যমে অঞ্চল ভিত্তিক গোপনীয় পরীক্ষার উপকরণগুলি সমস্ত মনোনীত অঞ্চলে পাঠানো হয়েছিল। তবে, বঙ্গাইগাঁও স্কুলের পরিদর্শক জ্যোৎস্নারানি বর্মণকে গোপনীয় সামগ্রী নিতে সদর দফতরে খোঁজে পাওয়া যায়নি।
“জ্যোৎস্না রানী বর্মণ কোনো ছুটির জন্য আবেদন করেননি এবং তার অনুপস্থিতির কথা পরিচালককে জানাননি। এছাড়াও, বঙ্গাইগাঁও স্কুলের পরিদর্শক জ্যোৎস্নারানি বর্মণ, তার অনুপস্থিতিতে কোনও অনুমোদিত ব্যক্তিকে স্কুল পরিদর্শকের দায়িত্ব অর্পণ করেননি।”
স্কুল পরিদর্শককে দায়িত্বে অবহেলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া রাজ্যের বাইরে যাওয়ার জন্য মঙ্গলবার তাঁকে বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালে নলবাড়ির স্কুলের পরিদর্শক থাকার সময় ঘুষ নেওয়ার অভিযোগে জ্যোৎস্নারানি বর্মণকে গ্রেফতার করা হয়েছিল। ১৫ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে ছিলেন দুর্নীতি দমন শাখার হাতে তিনি।