মিস ইউনিভার্স প্রতিযোগিতা প্রথমবার অংশগ্রহণ সৌদির

২৭ মার্চ : সৌদি আরবের মতো রক্ষণশীল দেশ এই প্রথমবার অংশগ্রহণ করতে চলেছে ‘মিস ইউনিভার্স’ (Miss Universe) প্রতিযোগিতায়। সৌদি আরবের প্রতিনিধি হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নেবেন ২৭ বছর বয়সি রুমি আলকাহতানি (Rumy Alqahtani)। ইসলামিক দেশ সৌদি আরবের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই ঘটনা। অত্যন্ত রক্ষণশীল এই দেশে আজও নানা বিধিনিষেধ মেনে চলতে হয় মেয়েদের। কিন্তু সব বাধ্যকতাকে পেছনে ফেলে এই প্রথম বিশ্ব সুন্দরীর মঞ্চে দেখা যাবে রুমিকে।

রুমি নিজেই ইনস্টাগ্রামে (Instagram) পোস্ট করে খবরটি জানিয়েছেন। আরবি ভাষায় তিনি লিখেছেন, ‘মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। প্রথমবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে সৌদি আরব।’ জানা গিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াধের বাসিন্দা রুমি পেশায় একজন মডেল। এর আগেও তিনি বহু নামী সৌন্দর্য্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সম্প্রতি কয়েক সপ্তাহ আগেই মালেশিয়ায় আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ান’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে ‘মিস সৌদি আরব’, ‘মিস মিডল ইস্ট’, ‘মিস আরব ওয়ার্ল্ড পিস ২০২১’-এর বিজয়িনীর তকমাও। এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তাঁর অংশগ্রহণের দিকেই নজর সকলের।

Author

Spread the News