ডোনা গাঙ্গুলির উপস্থিতিতে শিলচরে শনিবার সাংস্কৃতিক সন্ধ্যা

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওডিসি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি তিনদিনের সফরে রয়েছেন এবং তার নেতৃত্বে শনিবার রাজিব ভবনে এক বিশেষ নৃত্য অনুষ্ঠান মঞ্চস্থ হবে। তিনি নিনাদ গুরুকুল আয়োজিত এক বিশেষ নৃত্য-কর্মশালায় অংশ নিচ্ছেন এবং এর ফাঁকে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন। তার সঙ্গে ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা।

নিনাদ গুরুকুল আয়োজিত সাতদিনের নৃত্য কর্মশালা শেষে শনিবার স্থানীয় রাজীব ভবনে বিকেল ৫-৩০মিনিটে দীক্ষা মঞ্জুরী কলকাতার সিনিয়র প্রশিক্ষক রঘুনাথ দাস ও ডোনা গাঙ্গুলির উপস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা “তাসের দেশ” শীর্ষক বিষয়ের উপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার শিলচরের এক অনুষ্ঠান ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, ৭দিনের নৃত্য কর্মশালা চলাকালীন বরাক উপত্যকা সহ আগরতলা, খোয়াই, কলকাতা, তুরা, গুয়াহাটি, বর্ধমান ইত্যাদি বিভিন্ন এলাকা থেকে ১৫০জনেরও অধিক বিভিন্ন বয়সের শিল্পী ও শিক্ষকরা উৎসাহের সঙ্গে অংশ গ্রহণ করেন। গুরু ডোনা গাঙ্গুলি ও রঘুনাথ দাসের তত্ত্বাবধানে বিভিন্ন প্রান্তের শিল্পীরা কর্মশালায় প্রশিক্ষণ নিয়ে শনিবার মঞ্চে তাঁদের দক্ষতা ও বিকাশকে তুলে ধরার সুযোগ পাবেন। দীক্ষা মঞ্জুরী কলকাতার সহায়তায় আগামীতে নিনাদ গুরুকুল এতদঞ্চলের শিল্পীদের নিয়ে এধরনের আরও কর্মশালা অনুষ্ঠিত করার পাশাপাশি বরাকের কলা-সংস্কৃতিকে জাতীয় স্তরের মঞ্চে তুলে ধরার প্রয়াস অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন তাঁরা। ডোনা গাঙ্গুলির উপস্থিতিতে শনিবার স্থানীয় রাজীব ভবনে আয়োজিত আয়োজিত হতে যাওয়া মনমাতানো সাংস্কৃতিক সন্ধ্যাকে সুন্দর ও সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

ডোনা গাঙ্গুলির উপস্থিতিতে শিলচরে শনিবার সাংস্কৃতিক সন্ধ্যা

মধুছন্দা দত্ত চৌধুরী জানান, তারা গতবছর গুয়াহাটিতে ডোনা গাঙ্গুলিকে নিয়ে একটি কর্মশালা আয়োজন করেছিলেন এবং সেখানে প্রায় ৬০ জন শিল্পী অংশ নিয়েছিলেন। তখনই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন শিলচরে একটি কর্মশালা করবেন। তবে শিলচরের কর্মশালায় গুয়াহাটি থেকে প্রায় তিনগুণ শিল্পীরা অংশ নিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা গত বছর গুয়াহাটিতে যে কর্মশালা করেছিলাম সেখানে বরাক উপত্যকার অনেকেই অংশ নিয়েছিলেন। সেখান থেকেই আমরা সিদ্ধান্ত নিই আমাদের নিজের শহরে এধরনের একটি কর্মশালা আয়োজন করব।তবে এতটা সাড়া পাবো ভাবিনি। অবশ্যই এর পেছনে সবথেকে বড় অনুপ্রেরণা হচ্ছেন ডোনা গাঙ্গুলি।’ ডোনা জানান, শনিবার বিকেলে মূল অনুষ্ঠানের আগে তিনি এলাকার কিছু মন্দির দর্শন করবেন এবং এর মধ্যে অন্যতম হচ্ছে বনদুর্গামন্দির। এ দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জয়দীপ চক্রবর্তী সহ অন্যান্যরা।

Author

Spread the News