দুর্ঘটনায় আহতদের খোঁজ নিলেন সমাজকর্মী মুন্নি-বিধুভূষণ, সাহায্যের আর্জি
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : ভাঙ্গা কালীবাড়ি পয়েন্টে দুর্ঘটনায় গুরুতর আহতদের খোঁজ নিলেন সমাজকর্মী মুন্নি ছেত্রী এবং বিধুভূষণ দত্ত। শুক্রবার মির্জাপুর গাঙ্গপাড়ের আহতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন তাঁরা। নুন আনতে পান্তা ফুরোয় বিশেষ করে মির্জাপুরের এই তিনটি পরিবারের আহতদের উন্নত চিকিৎসার জন্য করিমগঞ্জের জনপ্রতিনিধিদের কাছে আর্থিক সাহায্যের আর্জি রাখেন দু’জনে। বিশেষ করে মুন্নি ছেত্রী সাংসদ কৃপানাথ মালা এবং বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ ভাঙ্গা মটর স্ট্যান্ড থেকে বাজার করে মির্জাপুর গাঙ্গপাড়ে নিজেদের বাড়িতে যাওয়ার পথে ই-রিকশা যাত্রী দরিদ্র কাজল বিশ্বাস, স্বপন নমশূদ্র, নির্মল দাস সহ চালক আব্দুল করিম একটি নম্বর বিহীন গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে চারজনকে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে গেলে অবস্থা বেগতি দেখে স্বপন নমশূদ্র, নির্মল দাস, কাজল বিশ্বাসকে শিলচর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। যার মধ্যে স্বপন ও নির্মল দাস সঙ্কটজনক অবস্থায় রয়েছেন বলে জানা যায়।
এদিন সমাজকর্মী মুন্নি ছেত্রী এবং বিধুভূষণ দত্তের সঙ্গে উপস্থিত ছিলেন গাঙ্গপাড়ের প্রবীণ মহিলা আরতি নমশূদ্র, রুনু বিশ্বাস, চন্দন বিশ্বাস, বিনোদন নমশূদ্র, সুবোধ দাস, কালীগঞ্জ সঞ্চ সমিতির একল অভিযানের আচার্যা সোমা নমশূদ্র প্রমুখ।