নজরুল চর্চা বেশি করে করার আহ্বান হিল্লোলের
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : আজও নজরুল প্রাসঙ্গিক। নজরুলের আপসহীন চিন্তা থেকে অনুপ্রেরণা নিয়ে নূতন সমাজ গড়ে তোলার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন এআইডিএসওর রাজ্য সহসভাপতি হিল্লোল ভট্টাচার্য। শুক্রবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মদিন উপলক্ষে চার সংগঠনের আয়োজিত ধারাবাহিক অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠানে এই আহ্বান জানান। এ দিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
চার সংগঠনের আয়োজিত ধারাবাহিক অনুষ্ঠান সমাপ্ত
এআইডিওয়াইওর কাছাড় জেলার সভাপতি অঞ্জন চন্দর সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এআইডিএসওর রাজ্য সহসভাপতি হিল্লোল ভট্টাচার্য। পরাধীন দেশের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধরার বিপ্লবীরা যেভাবে বিদ্রোহী কবি কাজী নজরুলের কবিতা, গানে উদ্বুদ্ধ হয়ে বিপ্লবী জীবন এগিয়েছেন ঠিক একই ভাবে বর্তমান সামাজিক অবস্থায় সমস্ত অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠার মত করে গড়ে তুলতে নজরুল চর্চা আর বেশি করে করার আহ্বান জানান। বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামের জীবন সংগ্রাম এবং বর্তমান সময়ে নজরুল চর্চার প্রাসঙ্গিকতা নিয়ে বলেন, মানুষ কর্তৃক মানুষের শোষণের অবসান ঘটিয়ে নূতন সমাজ গড়ে তোলার যে আবেদন নজরুল জানিয়েছিলেন, আজকেও মানুষের সমস্ত শোষণের মূলে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, ফলে নজরুলের আপসহীন চিন্তা থেকে অনুপ্রেরণা নিয়ে নূতন সমাজ গড়ে তোলার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। এ দিন সভায় উদ্দেশ্য ব্যাখা করে বক্তব্য রাখেন এআইএমএসএস-র পক্ষে সম্পা দে। এছাড়াও নজরুলের দেশাত্মবোধক কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে তাকে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, গত ২৬ মে সকাল ৭ টায় সংগঠনগুলির জেলা কার্যালয় থেকে মিছিল করে পার্করোডে কাজী নজরুল ইসলামের মূর্তির সামনে উপস্থিত হয়ে ১২৬ তম জন্মদিনে এআইডিএসও, এআইডিওয়াইও, কমসোমল এবং এআইএমএসএর কাছাড় জেলা কমিটি শুরু করে অনুষ্ঠান। অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজ সমাপ্ত হয়।