মুখ্যমন্ত্রীর বাঙালি বিরোধী মন্তব্য নিয়ে সরবজেলা কংগ্রেস, ২৯ জুলাই ধরনা
বরাক তরঙ্গ, ২৩ জুলাই : আসন্ন লোকগণনায় যাঁরা বাংলায় নাম লেখাবেন তাঁদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগে যে মন্তব্য করেছেন সেটির তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে এবার সরব হল শিলচর জেলা কংগ্রেস কমিটি। মুখ্যমন্ত্রীর বাঙালি বিদ্বেষী মন্তব্য প্রত্যাহার করার দাবিতে আগামী ২৯জুলাই শিলচরে ধরনা কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য।
বুধবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠক বক্তব্য রাখতে গিয়ে সজল আচার্য জানান, শহিদের শহর বরাক উপত্যকায় বসবাসকারী বাঙালিদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য উদ্বেগজনক। মুখ্যমন্ত্রী ডঃ শর্মার এই মন্তব্যের বিরুদ্ধে কংগ্রেস দলীয় কার্যালয় থেকে এদিন একটি বিশাল মিছিল করে কাছাড়ের জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে বলে জানিয়েছেন তিনি। আশ্চর্যের ব্যাপার বরাকে শাসক দলের যারা জনপ্রতিনিধি রয়েছেন এবং যারা বাংলায় কথাবার্তা বলছেন তাঁরা আজ নীরব ভূমিকা পালন করাটা লজ্জার বিষয় বলে এদিন মন্তব্য করেছেন সজল আচার্য। বরাকে শাসক দলের জনপ্রতিনিধিরা হয়তো একাদশ শহিদদের অবদানের কথা ভুলে গেছেন বলে ধারণা করছেন তিনি। বাঙালি সহ বাংলা ভাষাকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে অপমান করেছেন, এর প্রতিবাদে আগামী ২৯ জুলাই আয়োজিত হতে যাওয়া ধরনা কর্মসূচিকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন দলের কর্মকর্তারা।
এদিন পাপন দেব, অরুণ দত্ত মজুমদার, কুশল দত্ত, টুবলু সেন, শিলচর জেলা পরিষদ সদস্য নূর ইসলাম, রণবীর দেবনাথ সহ দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।