সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচরেও সাড়ম্বরে উদযাপিত রাখিবন্ধন উৎসব
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : সারা দেশের সঙ্গে সম্মতি রেখে সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচরেও সাড়ম্বরে উদযাপিত হল রাখীবন্ধন উৎসব। বুধবার সকাল দশটায় ভারতমাতা, দেবী সরস্বতী ওঁকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ সহ প্রদীপ প্রজ্জ্বলন করে রাখিবন্ধন উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান আচার্য্যা সঙ্গীতা রায় চৌধুরীর অনুমতিতে প্রদীপ প্রজ্জ্বলন করেন বিদ্যালয়ের সঙ্গীত আচার্য্যা জয়ন্তী চৌধুরী। সঙ্গে উপস্থিত ছিলেন সোনালী দেব, পিয়ালী দে, বিপ্লব নমঃশুদ্র, মৌসুমী দেবরায়, কণিকা আচার্য্য, মৌ দেব, সঞ্চয়িতা রায়, ফাল্গুনী পাল, অর্পিতা ধর, লাকি ধর, পুজা দাস, পারমিতা চক্রবর্তী প্রমুখ। শুরুতে শিক্ষার্থীরা প্রাতঃস্মরণ স্তোত্র সমবেতভাবে পরিবেশন করেন। পরে দিনটির বিশেষত্ব নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অর্পিতা রায়।
এদিন সঙ্গীত আচার্য্যা জয়ন্তী চৌধুরীর তত্ত্বাবোধনে সঙ্গীত পরিবেশন করেন মণিদীপা চক্রবর্তী, বিনীতা চক্রবর্তী, অর্পিতা রায়, শুভদীপ পাল, অনামিকা চৌধুরী, অনামিকা রায়, মধুমিতা দাস, প্রদীপ্তা দাস সহ বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা। সঙ্গীতে শিক্ষার্থীদের হারমোনিয়ামে সহযোগীতা করেন দশম শ্রেণীর শিক্ষার্থী মণিদীপা চক্রবর্তী। পরে শিক্ষার্থী সহ আচার্য্যারা রাখি পরিয়ে সৌহার্দ্য বিনিময় করেন।