উলু-শঙ্খধ্বনি দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সরস্বতী বিদ্যা নিকেতনের

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : অযোধ্যাস্থিত নবনির্মিত শ্রীরাম গর্ভমন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনের প্রাক্কালে সরস্বতী বিদ্যা নিকেতন দক্ষিণ শিলচরের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শনিবার বিকেল চারটায় স্কুল প্রাঙ্গন থেকে এই শোভাযাত্রা শুরু করা হয়। বিদ্যা নিকেতনের তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর বিদ্যার্থীরা অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ অসম প্রান্তের সংগঠক মন্ত্রী মহেশ ভাগবতজি। সঙ্গে উপস্থিত ছিলেন আচার্য্য, আচার্য্যা, বিদ্যার্থী সহ অভিভাবকরা। শোভাযাত্রা শুরুর আগে উলুধ্বনি, শঙ্খধ্বনি দেওয়া হয়। পাশাপাশি অষ্টম শ্রেণীর তিন বিদ্যার্থী ক্রমে ভগবান শ্রীরাম, লক্ষণ ও সীতার বেশে শোভাযাত্রায় সামিল হোন। এতে প্রায় আড়াইশোর বেশী জনগণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উলু-শঙ্খধ্বনি দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সরস্বতী বিদ্যা নিকেতনের

এদিনের শোভাযাত্রাটি শহরের নির্দিষ্ট কিছু এলাকা পরিদর্শন করে ফের স্কুল চত্ত্বরে এসে শেষ হয়। পরিদর্শনকালে বিদ্যার্থীদের দ্বারা ব্যান্ড সমেত ঘোষ পরিদর্শন করা হয়।  শোভাযাত্রা চলাকালীন “জয় শ্রীরাম” ধ্বনিতে সংশ্লিষ্ট রাজপথ মুখরিত করে তোলা হয়। এদিকে, এদিন সকালে দ্বিতীয় লিঙ্করোড এলাকায় থাকা কালীমন্দির, শনিমন্দির সহ স্কুলের সংলগ্নে থাকা পূর্ত সড়কের দুপাশে সাফাই কর্মসূচী অনুষ্ঠিত হয়। পাশাপাশি স্কুলের বারান্দায় আল্পনা সহ সাজিয়ে তোলা হয় স্কুল চত্ত্বর।

Author

Spread the News