গোলদিঘি মলের সমস্যা নিয়ে সরব তৃণমূল
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : শিলচর মিউনিসিপাল গোলদিঘি মলের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস। সমাধানের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস কর্মীরা।
মঙ্গলবার কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিলচর মিউনিসিপাল গোল দিঘি মলের জরাজীর্ণ অবস্থার সমাধানের লক্ষ্যে প্রতিবাদ সাব্যস্ত করেন। তৃণমূল কংগ্রেস কর্মীরা বলেন, শিলচর মিউনিসিপাল গোলদিঘি মলের ব্যবসায়ীরা অনেক কষ্টের মধ্যে ব্যবসা করতে হচ্ছে। নেই বিশুদ্ধ পানীয়জল, নেই বিদ্যুৎ পরিষেবা। শিলচর মিউনিসিপাল গোল দিঘি মল অভিভাবকহীন হয়ে পড়ে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও কোন ধরনের বিহিত পদক্ষেপ নেওয়া হয়নি আজ পর্যন্ত এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন। প্রশাসন ও সরকারের কাছে অতিসত্বর গোলদিঘি মলের সমস্যা সমাধানের দাবি জানান তৃণমূল কংগ্রেস কর্মীরা। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন।