উমরা হজযাত্রীদের নিয়ে প্রশিক্ষণ ওয়াইস-আল কারনির
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : ওয়াইস-আল কারনি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ৪০ জন উমরা হজযাত্রীকে নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার বাঁশকান্দিস্থিত প্রধান কার্যালয়ে সকাল ১০টায় শুরু হয় প্রশিক্ষণ। চলে বিকাল ২টা পর্যন্ত। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট হজ প্রশিক্ষক তথা প্রাক্তন খাদিমুল হুজ্জাজ মওলানা হোসেন আহমদ মজুমদার, প্রাক্তন খাদিমুল হুজ্জাজ সংবাদিক মিলন উদ্দিন লস্কর, উমরাহ ট্যুর গ্রুপের কর্ণধার সামসুর রহমান লস্কর। প্রশিক্ষণ শেষে উমরাহ হজযাত্রীদের টিকিট, ভিসা, পাসপোর্ট, উমরাহ কিট ও ব্যাগ প্রদান করা হয়।
আগামী ৩ আগস্ট শিলচর কুম্ভীরগ্রাম থেকে রওয়ান দিবেন ৪০ জন উমরাহ হজযাত্রী দল। গ্রুপের প্রধান হিসেবে সঙ্গে থাকবেন আলহাজ সামস উদ্দিন লস্কর। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল এই দলের ৩০ জনের উমরাহ পালন করতে যাওয়ার দিন ধার্য ছিল, টিকিটও হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ আরবে বন্যা ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল সৌদি সরকারের পক্ষ থেকে। এই ৩০ জন সহ নতুন ১০ জনকে নিয়ে উমরাহ হজের উদ্দেশ্যে রওবানা দিচ্ছে ওয়াইস-আল কারনি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গাইড।
