মদুয়ারপারে লায়ন্সের চক্ষু পরীক্ষা ও অস্ত্রোপচার শিবির, বিতরণ চশমাও

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের উদ্যোগে এবং শিলচর লায়ন্স চক্ষু হাসপাতাল ও ভ্যালি স্ট্রং সিমেন্টের সহযোগিতায় কাটিগড়ার মদুয়ারপারে মঙ্গলবার অনুষ্ঠিত হয় এক বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ ও অস্ত্রোপচার শিবির। এদিন শিবির চলাকালীন ২০২৪-২৫ লায়নোস্টিক বছরে এধরনের শিবির আয়োজনের পরিকল্পনা নিয়ে বিশদ জানান বদরপুর গ্রেটারের সভাপতি তথা বিভিসিএলের সিইও লায়ন মুকেশ কুমার আগরওয়াল।

মদুয়ারপারে লায়ন্সের চক্ষু পরীক্ষা ও অস্ত্রোপচার শিবির, বিতরণ চশমাও

মদুয়ারপার স্থিত প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈনের কার্যালয় ভবনে এদিন সকাল ১০ টা থেকে শুরু হওয়া শিবিরে উপস্থিত থেকে শিবিরটি সুন্দর ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে মুখ্য ভূমিকায় ছিলেন লায়ন প্রদীপ্ত দে, লায়ন সুজিত কর, লায়ন গুরুনন্দন ঘোষ, লায়ন এনাম উদ্দিন, লায়ন মণীশ পাল সহ সদস্যরা। এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে মোট ৭৩ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। এতে ২০ জনের চোখের ক্যাটারেক্ট বা ছানি শনাক্ত করা হয়। তাদেরকে এদিনই বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্দ্যেশ্যে শিলচর লায়ন্স আই হসপিটালে প্রেরণ করা হয়। তাছাড়া আরও ৩০ জনকে চোখের পাওয়ার শনাক্ত করে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

মদুয়ারপারে লায়ন্সের চক্ষু পরীক্ষা ও অস্ত্রোপচার শিবির, বিতরণ চশমাও

এদিনের শিবিরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন অভয় জৈন, লায়ন অনুপম ঘোষ, লায়ন সমরজিৎ চক্রবর্তী ও লায়ন শমীন্দ্র পাল, ভ্যালি স্ট্রং সিমেন্টের পক্ষে মনসুর আলম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। তাছাড়া বিশেষ সহযোগিতায় ছিলেন লক্ষী দত্তগুপ্ত। রোগীদের চক্ষু পরীক্ষা করেন লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ মণিদীপ চক্রবর্তী সহ বিশেষজ্ঞ চিকিৎসকের দল।

Author

Spread the News