বরাক উপত্যকাকে শিল্পহীন রেখে দেওয়ার অভিযোগ তুলে সংসদে সরব সুস্মিতা

১৬ ডিসেম্বর : ২০২০ সালের অক্টোবর মাসে অসম ও বরাক উপত্যকায় দু’টি মাল্টি মোডাল লজিস্টিক পার্ক গড়ে তোলার আশ্বাস দিয়েছিল ভারত সরকার। বঙাইগাঁও জেলায় সেই প্রকল্পের কাজ শুরু হলেও শিলচরের মাল্টি মোডাল লজিস্টিক পার্ক আজও ফাইলবন্দি অবস্থায় পড়ে রয়েছে। ২০২১ সালে শিলচরের জন্য মাল্টি মোডাল লজিস্টিক পার্কের ডিপিআর তৈরি করা হয়, এরপর আর কোনও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি কেন্দ্র। জন সংখ্যার নিরিখে বরাক উপত্যকার তিন জেলায় প্রায় ৪৫ লক্ষ মানুষের বসবাস, অথচ সেখানে গড়ে ওঠেনি কোনও বড় শিল্প প্রতিষ্ঠান। কথাগুলো তুলে ধরে সংসদে সরব হন সুস্মিতা দেব। 

তিনি বলেন, মোদি সরকার ক্ষমতায় আসার পর বরাকের একমাত্র বৃহৎ শিল্প প্রতিষ্ঠান পাঁচগ্রাম পেপার মিলও বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে তিন জেলায় বেড়েছে বেকারত্ব, কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছেন অসংখ্য শিক্ষিত যুবক-যুবতী। সংসদে এই বিষয়টি তুলে ধরে সাংসদ সুস্মিতা দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাক উপত্যকায় বড় বড় প্রতিষ্ঠান গড়ে তোলার আশ্বাস দিলেও, আজ পর্যন্ত একটি প্রকল্পও বাস্তবায়িত হয়নি। বরাকের উন্নয়ন ও কর্মসংস্থানের প্রশ্নে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অন্যান্য বিভিন্ন ইস্যু সদনে তুলে ধরে শাসক দলের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছেন সাংসদ সুস্মিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *