অরুণোদয় প্রকল্পে প্রকৃতরা বঞ্চিত, সরব জেলা কংগ্রেস
পঞ্চায়েত নির্বাচনে জয়ীদের সার্টিফিকেট প্রদানের দাবি
বরাক তরঙ্গ, ২২ মে : কাছাড় জেলায় অরুণোদয় প্রকল্পে প্রকৃত সুবিধাপ্রাপকরা বঞ্চিত হওয়ায় সরব শিলচর জেলা কংগ্রেস কমিটি। তাঁদের অভিযোগ, অরুণোদয় প্রকল্পে প্রকৃতদের বঞ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্ৰেস ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি অভিজিৎ পাল এ অভিযোগ করেন। তিনি বলেন, কাছাড় জেলায় বেছে বেছে অরুণোদয় প্রকল্পের তালিকা তৈরি করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সঙ্গে দেখা করে প্রকৃত সুবিধাপ্রাপকদের অরুণোদয় প্রকল্প বণ্টনের দাবি জানিয়েছেন তাঁরা।
তিনি বলেন, অরুণোদয় প্রকল্প বণ্টনে জেলা ভিত্তিক একটি কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে অভিভাবক মন্ত্ৰী জয়ন্ত মল্ল বরুয়াকে মনোনীত করে একটি কমিটি গঠন করা হয়। এতে বিধানসভা কেন্দ্রের বিধায়কদের কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন যদিও তাঁদের গুরুত্ব দেওয়া হয়নি। অরুণোদয় প্রকল্পের তালিকা ধর্মের ভিত্তিতে তৈরি করা হয়েছে।
এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি শরিফ-উজ জামান লস্কর, সুজন দত্ত, সূর্যকান্ত সরকার, আব্দুল রেজ্জাক, নিশিকান্ত সরকার প্রমুখকে পাশে বসিয়ে অভিজিৎ পাল বলেন, গতকাল থেকে গ্যামন সেতুর কাজ শুরু হয়েছে। গ্যামন সেতু মেরামতের জন্য দু’মাস বন্ধ থাকবে। এরফলে যাতায়াতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বর্তমান দু’টি নৌকা দিয়ে নদী পারাপার হচ্ছে। এরজন্য জেলা আয়ুক্তের কাছে নদী পারাপারে আরও দু’টি নৌকার ব্যবস্থার দাবি জানানো হয়। তিনি বলেন, বদরপুর ঘাট থেকে বরাক নদী পারাপারে আরও দু’টি নৌকা বৃদ্ধি করা, গ্যাস সিলিন্ডার সরবরাহ কালাইন গ্যাস এজেন্সি থেকে সরবরাহ করানো এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধ করার দাবি জানান তাঁরা।

এদিন জেলা কংগ্রেস সভাপতি সূর্যকান্ত সরকার বলেন, পঞ্চায়েত নির্বাচনে বিজয়ীদের সার্টিফিকেট দেওয়া হয়নি। প্রতিবছর এক সপ্তাহের মধ্যে বিজয়ীদের সার্টিফিকেট প্রদান করা হয়। কিন্তু এবার সার্টিফিকেট দেওয়া হয়নি। অফিসিয়াল কোনও ধরনের সার্টিফিকেট দেওয়া হয়নি। রিটার্ন অফ ইলেকশন কার্বন কপি দেওয়া হয়েছে। এরমধ্যে কেউ পেয়েছেন এবং অনেক জায়গায় বিজয়ীদের বিজয়ী সার্টিফিকেট এবং রির্টান অব ইলেকশনপত্র দেওয়া হয়নি। এব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এদিন শরিফুজ্জামান লস্কর বলেন, বর্তমান সরকারের আমলে গণতন্ত্র বিপন্ন। প্রকৃত হিতাধিকারীদের বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে। এদিন জেলা আয়ুক্তের সঙ্গে দেখা করার সময় উপস্থিত ছিলেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, প্রদেশ সম্পাদক সঞ্জীব রায় প্রমুখ।