হাইলাকান্দির গ্রাম উন্নয়ন প্রকল্প রূপায়ণ দেখে সন্তোষ পঞ্চায়েত মন্ত্রীর

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, বিচার বিভাগ,পর্যটন, সাধারণ প্রশাসনমন্ত্রী রণজিৎ কুমার দাস হাইলাকান্দি জেলার গ্রামোন্নয়ন প্রকল্পগুলির রূপায়নের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি রবিবার হাইলাকান্দিতে জেলার গ্রাম উন্নয়ন বিভাগের বিভিন্ন প্রকল্প গুলির সরেজমিন পরিদর্শন করে এক রিভিউ মিটিংয়ে এই মন্তব্য করেন। মিটিংয়ে জানানো হয় যে জেলায় এ পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার ৮২ হাজার ঘর নির্মাণের জন্য হাতে নেওয়া হয়েছে। এর সব কয়টি নির্মাণের কাজ অবিলম্বে শেষ করতে তিনি বৈঠকে নির্দেশ দেন। তিনি জানান, ৯ ডিসেম্বর জেলায় আরও ২২ হাজার ২০০ টি আবাস যোজনার ঘর নির্মাণের আবন্টন দেওয়া হবে।

এমএনরেগা প্রকল্পগুলির পর্যালোচনা সময় জানানো হয় যে ওই প্রকল্পে জেলায় এখন পর্যন্ত ৩২৪৬ টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এতে খরচ পড়েছে ৩২৯ কোটি ৩৬ লক্ষ টাকা। এরমধ্যে ২১৬৬ টি এ পর্যন্ত শেষ হয়েছে। বাকিগুলি রূপায়ণের কাজ দ্রুত এগিয়ে চলেছে। পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় জেলায় ৪৬৩৬ টি প্রকল্প রূপায়ণে ১২২ কোটি টাকা খরচ করা হয়েছে। জল জীবন মিশনের ৪৭৭ টি প্রকল্পে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগের আওতায় ৭৭৬ জন জলমিত্র কাজ করছেন। এতে এখন পর্যন্ত ৭.৬ কোটি টাকা খরচ হয়েছে। পাশাপাশি পানীয় জল প্রকল্পগুলির বৈদ্যুতিক খাতে ২ কোটি ৭০ লক্ষ টাকা খরচ করা হয়েছে। আবাস যোজনার পর্যালোচনার সময় প্রকৃত গৃহহীন মানুষরা যাতে ঘর পায় সেদিকে নজর দিতে বলেন মন্ত্রী। পাশাপাশি ঘর থাকা কেউ যদি আবাস যোজনার ঘর পায়, তবে সে ক্ষেত্রে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী সতর্ক করে দেন। রবিবারের পর্যালোচনা বৈঠকে বিধায়ক জাকির হোসেন লস্কর, ডিডিসি এল্ডাড ফাইরিম, জেলা পরিষদের সিইও রুথলিয়েঙথাঙ এবং বিজেপি কর্মকর্তা মূণ স্বর্ণকার সহ জেলার সব বিডিও এবং গ্রাম উন্নয়ন বিভাগের সব কর্মকর্তারা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *