‘সঞ্জীব কৈরী স্মৃতি পুরস্কার’ পেলেন সন্তোষকুমার চতুর্বেদী

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : হিন্দি দিবস আয়োজন সমিতির ‘সঞ্জীব কৈরী স্মৃতি পুরস্কার’ পেলেন উধারবন্দের জগন্নাথ সিং মেমোরিয়াল কলেজের হিন্দি বিভাগের প্রধান ড. সন্তোষকুমার চতুর্বেদী। রবিবার ধলাই বিএনএমপি এইচএস স্কুলে হিন্দি দিবস আয়োজন সমিতির ‘হিন্দি দিবস’ দিবস অনুষ্ঠানে এই সম্মান প্রদান করা হয়। এ ছাড়াও এদিন কবি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় হিন্দিভাষী ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা সঞ্জীব রায়।

কবি সম্মেলনে অংশ করেন যোগেশ দুবে, বন্দিতা ত্রিবেদী রায়, চন্দ্রকুমার গোয়ালা, সানি ভট্টাচার্য ও চিরঞ্জীত কৈরি। প্রধান সংগঠক রামকুমার কৈরি অনুষ্ঠানের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দাস, মদন মোহন কৈরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানের মঞ্চটি প্রয়াত সঞ্জীব কৈরীর স্মরণে উৎসর্গ করা হয়।

'সঞ্জীব কৈরী স্মৃতি পুরস্কার' পেলেন সন্তোষকুমার চতুর্বেদী

উল্লেখ্য, ছাত্র পরিষদ হিন্দি ভাষার প্রসারের জন্য প্রতি বছরের মতো এ বছরও ‘সঞ্জীব কৈরী স্মৃতি পুরস্কার’ প্রদান করেছে। এ বছর পুরস্কারটি উধারবন্দের জগন্নাথ সিং মেমোরিয়াল কলেজের হিন্দি বিভাগের প্রধান ড. সন্তোষকুমার চতুর্বেদীকে দেওয়া হয়েছে।

Author

Spread the News