সাঁওতাল ভাষা স্বীকৃতি দিবস উদযাপন পূর্ব ধলাইয়ের আনন্দখালে

বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : দু’দিনব্যাপী অনুষ্ঠানে বরাক উপত্যকা ভিত্তিক ২১ তম সাঁওতাল ভাষা স্বীকৃতি দিবস উদযাপন করা হয়েছে পূর্ব ধলাইর মণিয়ারখাল জিপির সাঁওতাল অধ্যুষিত আনন্দখাল গ্রামে। শুক্রবার উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হল।

সারা অসম সাঁওতাল মাঝি মণ্ডল, রবাক উপত্যকা সাঁওতাল সমাজ উন্নতিকরণ সংস্থা ভারত জাকাত, মাঝি পারগানা মহল এবং সাঁওতাল মহিলা সমিতি সহ স্থানীয় জনগনের সহযোগিতায় বৃহস্পতিবার থেকে দু’দিন ব্যাপী বরাক উপত্যকা ভিত্তিক ২১ তম সাঁওতাল ভাষা স্বীকৃতি দিবস উদযাপন অনুষ্ঠান শুরু হয় পূর্ব ধলাইর মনিয়ারখাল জিপির সাঁওতাল আনন্দখাল গ্রামে। এদিন বিকেল ৪ টায় মঞ্চ উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানে সুচনা হয়। রাত ৭ টায় উদযাপন কমিটি কর্তৃক অতিথি বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাঁওতাল ভাষা স্বীকৃতি দিবস উদযাপন পূর্ব ধলাইয়ের আনন্দখালে

শুক্রবার অনুষ্ঠানের মূল পর্বের মধ্যে সকাল ৮ টায় পতাকা উত্তোলন, রগুনাথ মুম্মু এর শহিদ তর্পন ও মাঝি থান বন্ধনা। সকাল ৯ টায় অনুষ্ঠিত হয় প্রকাশ্য সভা। ধনঞ্জয় মাঝির পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায়  সাঁওতাল ভাষা স্বীকৃতি দিবসের তাৎপর্য নিয়ে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। সঙ্গে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন বিকেল ৪ টায় অনুষ্ঠানে সমাপ্তি হয়।

সাঁওতাল ভাষা স্বীকৃতি দিবস উদযাপন পূর্ব ধলাইয়ের আনন্দখালে

দু’দিন ব্যাপী অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে সাঁওতাল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সাঁওতাল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি শৈলেশ মুর্মু, সাঁওতাল মাঝি মণ্ডল কমিটির কাছাড় জেলা সভাপতি শনিচরা হেমরম, মাঝি পারগানা মহল কাছাড় জেলা সভাপতি শ্রীমৎ মুর্মু, বরাক উপত্যকা প্রচার সম্পাদক শংকর হেমরম, করিমগঞ্জ জেলার সমাজ কর্মী সহদেব সরেন, হাইলাকান্দি জেলার সমাজ কর্মী দিপক হেমরম প্রমুখ।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News