পাথারকান্দির বাগান অঞ্চলে হাফিজের হয়ে জোর প্রচার সঞ্জীব-প্রদীপের

পাথারকান্দির বাগান অঞ্চলে হাফিজের হয়ে জোর প্রচার সঞ্জীব-প্রদীপের

বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : করিমগঞ্জ আসন দখল করতে প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর প্রচার জোরদার ভাবে চালাচ্ছেন কংগ্রেস নেতৃবৃন্দ। আসনের দুই জেলার কোণায় কোণায় পৌঁছে প্রচারাভিযান নেতা-কর্মীদের। দলীয় কর্মীদের অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সঞ্জীব রায় ও অসম প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক প্রদীপ গোয়ালা প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর জন্য পাথরকান্দি নির্বাচনী এলাকায় বিশেষ করে চা বাগান অধ্যুষিত অঞ্চলে একাধিক বৈঠক করেছেন। তাঁরা এলাকার স্থানীয় সামাজিক নেতৃত্বের সঙ্গে বৈঠকে মিলিত হন।

চানখিরা, সোনাখিরা, পিপড়াগোল, মেদনি, পুতনি, ডেঙ্গারবন্দ সহ বেশ কয়েকটি অঞ্চলে সভা করেন। সঞ্জীব রায় কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের একনায়কত্বমূলক মনোভাব তুলে ধরেন এবং অসম সরকারেরও সমালোচনা করেন। তিনি সাধারণ মানুষের জন্য কংগ্রেস পার্টির দেওয়া বিভিন্ন গ্যারান্টি গুলো তুলে ধরেন এবং ভোটারদের আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার আহ্বান জানিয়েছেন।

পাথারকান্দির বাগান অঞ্চলে হাফিজের হয়ে জোর প্রচার সঞ্জীব-প্রদীপের

প্রদীপ গোয়ালা দাবি করে বলেন, করিমগঞ্জে কংগ্রেস প্রার্থীর সাহসিকতার সঙ্গে সমস্ত কোণ থেকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রয়েছে। সভাগুলোতে অন্যান্য বক্তারাও আসন্ন নির্বাচনে কংগ্রেস দলের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। প্রচারাভিযানে প্রতিনিধি দলের ছিলেন সঞ্জয় গোয়ালা, রাজেশ ঠাকুর সহ অনেকে।

Author

Spread the News