বরাকবঙ্গের কাছাড় জেলা সভাপতি বহাল সঞ্জীব, নয়া সম্পাদক উত্তম
বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলার কার্যকরী সমিতি পুনর্গঠিত হল। সমিতির সভাপতি পদে সঞ্জীব দেবলস্কর বহাল থাকলেও আগামী দু’বছরের কার্যকালের নয়া সম্পাদক মনোনীত করা হয়। শনিবার বঙ্গভবনের সভাকক্ষে সাধারণ দ্বি-বার্ষিক সভায় নয়া সম্পাদক হিসেবে উত্তমকুমার সাহাকে মনোনীত করা হয়।
এদিন নয়া সমিতি গঠন করার আগে সভাপতি সঞ্জীব দেবলস্করের সভাপতিত্ব সভায় সম্পাদক জয়ন্ত দেবরায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন। এছাড়াও কোষাধ্যক্ষের অনুপস্থিতিতে তিনি গত এক বছরের হিসাব নিকেশও পেশ করেন। সম্পাদকের প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন বরাকবঙ্গের প্রাক্তন জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী, সদস্য তথা আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান বিশ্বতোষ চৌধুরী সহ আঞ্চলিক সমিতির সম্পাদকরা। তৈমুর রাজা চৌধুরী তার বক্তব্যে আঞ্চলিক সমিতি গুলো আরও শক্তিশালী করার আহ্বান জানান। অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী বরাকবঙ্গে সদস্যের সংখ্যা বৃদ্ধির জন্য তিনি বক্তব্যের মাধ্যমে প্রস্তাব রাখেন। তিনি বলেন, প্রতিটি সেক্টরে অর্থাৎ ব্যাঙ্ক, কলেজ, বিশ্ববিদ্যালয়, আইনজীবী, চিকিৎসক, সাংস্কৃতিক সংগঠন প্রতিটি ক্ষেত্রে যেন বরাকবঙ্গের সদস্য থাকেন সেই পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। বক্তব্য শেষে বর্তমান সমিতিকে ভেঙ্গে দেওয়া হয়।
কিছুক্ষণ পর দ্বিবার্ষিক সভার দ্বিতীয় পর্ব অর্থাৎ নয়া কার্যকরী সমিতি গঠন প্রক্রিয়া শুরু হয়। আইনজীবী ইমাদ উদ্দিন বুলবুলকে নির্বাচনী আধিকারিক এবং সহযোগী হিসেবে জয়ন্ত দেবরায়কে করে সমিতি গঠন প্রক্রিয়া শুরু হয়। প্রস্তাব ও সমর্থন পদ্ধতিতে নয়া কার্যকরী সমিতি গঠন করা হয়। এতে সভাপতি পদে সঞ্জীব দেবলস্করের নাম পুনরায় প্রস্তাব এলে সর্বসম্মতিক্রমে সমর্থন জানানো হয়। একইভাবে তিন সহ-সভাপতি মনোনীত হন বিশ্বনাথ ভট্টাচার্য, জয়ন্ত দেবরায় ও ব্রজেশ্বর সিংহ।
সম্পাদক পদে মনোনীত করা হয় উত্তমকুমার সাহাকে। সহ-সম্পাদক (সাংগঠনিক) পদে মনোনীত হয়েছেন বিনায়ক চৌধুরী এবং সহ-সম্পাদক (প্রশাসনিক) পদে শৈবাল গুপ্তকে মনোনীত করা হয়। কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন বকুলচন্দ্র নাথ। সমিতির সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে দু’জন মনোনীত হলেন শান্তশ্রী সোম ও অভিজিৎ ধর।
এ ছাড়া মনোনীত ১১ জন কার্যকরী সদস্য হলেন তৈমুর রাজা চৌধুরী, নীলাভ মৃদুল মজুমদার, অমলকুমার দাস, মঙ্গলা নাথ, তাপসী দত্ত, কবীর হুসেন, লুৎফা আরা চৌধুরী, শিপ্রা পুরকায়স্থ, প্রবীরকুমার দাস, শুভদীপ রায়চৌধুরী ও অমিতাভ পাল।
এদিনের প্রথম পর্বের সভার মঞ্চে ছিলেন তৈমুর রাজা চৌধুরী, ইমাদ উদ্দিন বুলবুল, জয়ন্ত দেবরায় ও বিশ্বনাথ ভট্টাচার্য।
উল্লেখ্য, নয়া সম্পাদক হিসেবে মনোনীত উত্তমকুমার সাহা দক্ষতার সঙ্গে শিলচর শহর আঞ্চলিক সমিতির তিনটি কার্যকাল সম্পাদক পদের দায়িত্ব পালন করেন।