প্রেস ক্লাব অব ইন্ডিয়ার প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত সঙ্গীতা

১৪ ডিসেম্বর: প্রেস ক্লাব অব ইন্ডিয়া (পিসিআই)-এর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হল রবিবার। ক্লাবের প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হলেন সঙ্গীতা বরুয়া পিশারোটি। এর মাধ্যমে পিসিআই-র নেতৃত্বে লিঙ্গসমতার পথে এক ঐতিহাসিক মাইলফলক স্থাপিত হল। ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে পিশারোটির নেতৃত্বাধীন প্যানেল সমস্ত পদে নিরঙ্কুশ জয় লাভ করে, ফলাফল দাঁড়ায় ২১-০।

সভাপতি পদে সঙ্গীতা বরুয়া পিশারোটি বিপুল ব্যবধানে জয়ী হন। তিনি মোট ১,০১৯টি ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী অতুল মিশ্র পান ১২৯ ভোট এবং অরুণ শর্মা পান ৮৯ ভোট।

সেক্রেটারি জেনারেল পদে আফজাল ইমাম ৯৪৮ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জ্ঞান প্রকাশ পান ২৯০ ভোট।

সহ-সভাপতি পদে জতীন গান্ধী ১,০২৯ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রহ্লাদ সিং রাজপুতকে ৯০০-রও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন।

কোষাধ্যক্ষ পদে অদিতি রাজপুত এবং যুগ্ম সম্পাদক পদে পি আর সুনীল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

রবিবার সন্ধ্যায় পিসিআই প্রাঙ্গণে সাংবাদিকদের উপস্থিতিতে পিসিআই-এর মুখ্য নির্বাচন কমিশনার এমএমসি শর্মা এবং তাঁর দল নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

১৬ সদস্যের ম্যানেজিং কমিটির নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে শীর্ষে রয়েছেন নীরজ কুমার (৯৩২)। এরপর রয়েছেন অভিষেক কুমার সিং (৯১১), জাহানভি সেন (৯০৩), অশোক কৌশিক (৮৯২), কল্লোল ভট্টাচার্য (৮৮২), প্রবীণ জৈন (৮৭৮), অগ্রজ প্রতাপ সিং (৮৬৫), মনোজ শর্মা (৮৬১), নিয়ানিমা বসু (৮৫১), পিবি সুরেশ (৮৩৮), ভি পি পাণ্ডে (৮৩৩), প্রেম বহুখাণ্ডি (৮৩১), স্নেহা ভুরা (৮২৯), জাভেদ আখতার (৮২৩), রেজাউল হাসান লস্কর (৭৮১) এবং সুনীল কুমার (৭৮০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *